Sunday, November 23, 2025

মন্দারমণিতে গিয়ে বিপত্তি: সমুদ্রে তলিয়ে নিখোঁজ আইটি কর্মী 

Date:

মন্দারমণি বেড়াতে এসে বড়সড় বিপদের মুখে পড়লেন এক যুবক। শনিবার বিকেলে সমুদ্রে নামার পর থেকেই নিখোঁজ তিনি। ঘটনার জেরে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো হদিস মেলেনি ওই যুবকের।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সরোজ বসু (২৪)। পেশায় তিনি সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তি কর্মী। বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রবীন্দ্রপল্লীতে হলেও কাজের সূত্রে থাকতেন নিউটাউনের সাপুরজি এলাকায়। কয়েক বছর আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে যোগ দিয়েছিলেন ওই সংস্থায়। তাঁর বাবা বর্ধমান থানার একজন এসআই, মা স্বাস্থ্য দফতরের কর্মী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে তিন বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে মন্দারমণি পৌঁছান তাঁরা। বিকেলে রাস্তার ধারে গাড়ি রেখে দলটি সমুদ্রে নামে। সেই সময়ই হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যান সরোজ। বন্ধুরা চিত্কার করে স্থানীয়দের সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে খবর যায় মন্দারমণি থানায়।

খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা সমুদ্রতটে তল্লাশি শুরু করেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চললেও নিখোঁজ যুবকের কোনো হদিস মেলেনি। মন্দারমণি থানার ওসি অর্কদীপ হালদার বলেন, “বন্ধুদের কাছ থেকে খবর পাওয়ার পরই আমরা উদ্ধারকাজ শুরু করি। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি চালানো হচ্ছে।” ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। সমুদ্রের অনুকূল পরিস্থিতি না থাকায় উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – কসবার হোটেলে যুবক খুনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ মূল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে বিশ্বকাপ জয় ভারতীয় মহিলাদের

কয়েক সপ্তাহের ব্যবধানে ফের বিশ্বজয় ভারতীয় মহিলাদের। নেপালকে ৭ উইকেটে হারিয়ে দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ ( Blind T20 women’s...

কমিশনের SIR প্রক্রিয়া বেআইনি: BLO-দের সমস্যা তুলে তোপ কল্যাণের

গোটা দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ মাসের মধ্যে তৈরি হবে খসড়া ভোটার তালিকা (draft voter list)।...

কসবার হোটেলে যুবক খুনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ মূল অভিযুক্ত

কলকাতা শহরের বুকে হোটেলে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য। খুনের ঘটনা প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যে দুই মূল অভিযুক্তকে...

জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর দিনেই ছন্দপতন, বিবাহ স্থগিত রাখলেন স্মৃতি

স্মৃতি মান্ধানার (Smriti mandhana)বাবা অসুস্থ, আপাতত স্থগিত হয়ে গেল পলাশ- স্মৃতির বিবাহ অনুষ্ঠান। বিগত কয়েক দিন ধরেই তারকা...
Exit mobile version