Sunday, December 14, 2025

SIR সহায়তায় তৃণমূলের ক্যাম্পে আগুন: নদিয়ায় কাঠগড়ায় বিজেপি!

Date:

Share post:

২০০২ সালের ভোটার তালিকা মিলিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপ। কোথাও না বাদ পড়েছে, কারও তথ্য ভুল। আবার অনেকেই পাননি ইনিউমারেশন ফর্ম (enumeration form)। যার জেরে আতঙ্কে একের পর এক প্রাণহানি রাজ্যে। সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে কিছুটা সুরাহা দিতে বিভিন্ন এলাকায় ক্যাম্প (camp) করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার জেরে প্রবল হিংসায় বিজেপি। এবার তৃণমূলের ক্যাম্প (TMC camp) অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে রবিবার চাঞ্চল্য নদিয়ার (Nadia) কল্যাণীতে।

এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাতে রাজ্যের কোনও ন্যায্য ভোটারের ভোটাধিকার কেড়ে নিতে না পারে নির্বাচন কমিশন (Election Commission), তা নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে ভোটার এবং এই কাজে নিযুক্ত বিএলও-দের (BLO) সহায়তায় রাজ্যের প্রত্যেক প্রান্তে ক্যাম্প গঠন করেছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে ভোটার তালিকা এবং ফর্ম ফিলাপ (form fillup) সংক্রান্ত সহায়তা করা হচ্ছে সাধারণ মানুষকে। সেই পদক্ষেপে সহ্য হচ্ছে না বিজেপির। এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যের মানুষকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার ক্যাম্প বসিয়েছিল বিজেপি। কিন্তু তাদের সেই প্রতারণা ফাঁস হয়ে যেতেই পাততাড়ি গুটিয়েছে বিজেপির নেতারা। ফলে তৃণমূলের বাসনো ক্যাম্প নিয়ে প্রবল হিংসায় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত কল্যাণী পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সহায়তা ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় পার্টি অফিস লাগোয়া ক্যাম্পের (camp) প্যান্ডেলের একটা অংশ পুড়ে যায়। বন্ধ রাখতে হয় ক্যাম্পের কাজ। ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...