Monday, November 24, 2025

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শীতের শিরশিরে আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি!

Date:

জাঁকিয়ে শীত না পড়লেও কিন্তু রাত ও ভোরের দিকে হিমেল আমেজে বেশ শিরশিরে ভাব অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। নিম্নচাপের কাঁটায় আপাতত কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় সেনিয়ারের (Cyclone Senyaar) গতিবিধির দিকেও নজর রাখছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত যা হিসেব তাতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা সোজাসুজি অন্ধ্রপ্রদেশের দিকেই এগোবে। বিশাখাপত্তনমের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলায় সরাসরি কোনও প্রভাব প্রায় নেই বললেই চলে।তবে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারদ পতন শুরু হয়েছিল রাজ্যে। চলতি মাসের মাঝামাঝি সময়ে মরশুমের শীতলতম দিন উপভোগ করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কিন্তু তারপর থেকে আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সুস্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি হাওয়া অফিস।আগামী পাঁচদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সোমবার সকালে শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ বজায় থাকবে। আগামী দু-তিনদিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গেও মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

 

Related articles

প্রধান বিচারপতি হিসাবে শপথ সূর্য কান্তর: তিন প্রত্যাশায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ভারতের প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President...

একাধিকবার মৃত্যুর গুজব, অবশেষে সব শেষ! চূড়ান্ত নাটকীয়তায় প্রকাশ্যে ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ 

'দম তোড় দিয়া, সাথ ছোড় দিয়া' - চলে গেলেন ধর্মেন্দ্র (Dharmendra)। এবার আর কোনও ভুয়ো মৃত্যু সংবাদ নয়,...

ভোটার তালিকা তৈরি জুড়ল পরিবার: ৩৭ বছর পরে কথা হল দুই ভাইয়ের

বাড়ি ছেড়ে যাওয়া ভাইয়ের খোঁজ মিলল এসআইআর প্রক্রিয়া চলাকালীন। ইনিউমারেশন ফর্ম ফিলাপ করার জন্য শেষ পর্যন্ত জুড়ল পুরুলিয়ার...

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে...
Exit mobile version