Tuesday, November 25, 2025

মতুয়াগড়ে জননেত্রীর প্রতিবাদ মিছিলে জনস্রোত, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

Date:

Share post:

চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল (March)। সামনে জননেত্রী। আর তাঁর পিছনে জনস্রোত। দুধারে উপচে পড়ছে ভিড়। রাস্তার দুপাশে বাড়ির ছাদ থেকে বারান্দা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একঝলক দেখতে প্রবল উৎসাহী জনতা। মঙ্গলবার SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তার পরে চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মমতা। মিছিলে মানুষের ঢল, বাঁধভাঙা উচ্ছ্বাস।

এদিন প্রতিবাদ মিছিল চাঁদপাড়া থেকে পদযাত্রা (Rally) মমতা পাশেই ছিলেন মমতাবালা ঠাকুর এবং কনিষ্ঠতম বিধায়ক মধুপর্ণা। ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, জয়া দত্তরাও। তিন কিলোমিটারে পদযাত্রায় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে গোটা পথের দু’ধারে দড়ির বেড়া করেছিল পুলিশ। SIR বিরোধী এই মিছিলেই ছিল বাংলার মনীষীদের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ-সহ অন্যান্য মণীষীদের ছবি নিয়ে হাঁটতে দেখাগেল কর্মী সমর্থকদের। পাশাপাশি দলনেত্রীর ছবি গলায় ঝুলিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকেরা দীর্ঘ মিছিল করে জমায়েত হতে দেখা যায় চাঁদপাড়া বাজারের পদযাত্রা শুরুর জায়গায়। 

মিছিল (March) যত এগিয়েছে তত বেড়েছে তার পরিধি। জায়গায় জায়গায় দাঁড়িয়ে রড়তে হয়ে মমতাকে। কারণ মানুষের বাঁধ ভাঙা আবেগ। কেউ প্রণাম করছেন, কেউ এগিয়ে এসে হাতে তুলে দিচ্ছেন ছবি। বয়স্ক মহিলাদের দেখা গিয়ে জননেত্রীকে কাছে পেয়ে নিজেদের কথা উজাড় করে বলতে। রাস্তার দুধারে বাড়ির ছাদ-বারান্দাতেও ছিল উপচে পড়া ভিড়। পদযাত্রা শেষ করে কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী। 

spot_img

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...