Tuesday, November 25, 2025

আমাকে ছুঁতেও পারবে না: হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন মমতা

Date:

নির্বাচন কমিশনের (Eelection Commission) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা থেকে হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেলিকপ্টার (Helicopter) সমস্যায় মঙ্গলবার তাঁকে সড়কপথে সভাস্থলে পৌঁছতে হয়। আর সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা। বলেন, ”আমি বিজেপিকে (BJP) বারবার বলি আমার সঙ্গে খেলতে যেও না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

মুখ্যমন্ত্রী জানান, এদিন ১২ নাগাদ তাঁর রওনা হওয়ার কথাছিল। কিন্তু সকাল ১০টা নাগাদ তিনি জানাতে পারেন, কপ্টারের জটিলতা উড়তে পারবে না। এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। একই সঙ্গে জানান, সড়পথে এসে তাঁর ভালো হয়েছে। বিভিন্ন রাস্তা দিয়ে আসার ফলে তাঁর  জনসংযোগ হয়েছে।

মমতা বলেন, “আমার আসতে দেরি হয়েছে। ক্ষমা চাইছি। আমি ৭-৮ মাস কপ্টার ব্যবহার করিনা। গাড়িতে গাড়িতে ঘুরি। আমাদের সরকারের একটা হেলিকপ্টার নেওয়া আছে। হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর। ভোটই শুরু হল না, তার মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। একদিকে ভালোই হয়েছে রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

এদিন বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করছেন মমতা। এর পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। মঞ্চ থেকে মমতা বলেন, বিজেপি টাকা দিলেও লোকে তাদের ভোট দেবে না। কারণ, মানুষ শান্তি চায়, গণতন্ত্রের নিরাপত্তা চায়, মা-বোনেরদের সম্মান চায়। বিজেপি ভোটের সময় থাকে, আর বাকি সময় তাদের পাওয়া যায় না। তৃণমূল সব সময় সঙ্গে থাকে।
আরও খবরঅযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...
Exit mobile version