Tuesday, November 25, 2025

নক-আউট সহ টি২০ বিশ্বকাপের একগুচ্ছ ম্যাচ পেল কলকাতা, বড় দায়িত্বে রোহিত

Date:

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি ঘোষণা হল। বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর বিশ্বকাপের ভেন্যুর তালিকায় স্থান করে নিল কলকাতা।

২০২৬ সালের টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা(Rohit Sharma )। প্রদীপ প্রজ্বোলন করে সূচনা করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই এবং শ্রীলঙ্কার বোর্ডের কর্তারা।আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ।

এই মঞ্চে আলো করেছিলেন রোহিত শর্মা(Rohit Sharma ), সূর্যকুমার যাদব, হরমনপ্রীত কৌর। রোহিত বলেন, আমি আইসিসির কাছে কৃতজ্ঞ এবং সম্মানিত আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করি শেষবারের মতোই পুনরাবৃত্তি আমরা করতে পারব।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাঁচটা ভেন্যু চূড়ান্ত করেছে। সাধারণত বিশ্বকাপে আটটা ভেন্যু রাখা হয়। ওই আট ভেন্যুতেই ম্যাচগুলো হয়। এবার পাকিস্তান যেহেতু নিরপেক্ষে ভেন্যুতে খেলবে, তাই শ্রীলঙ্কার তিনটে ভেন্যু রাখা হয়েছে। বাকি পাঁচটা ভেন্যু ভারতের। পাঁচ ভেন্যু হল কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই ও দিল্লি। শ্রীলঙ্কার তিন ভেন্যু হল- কলম্বো, ক্যান্ডি আর গল।

এবার এক নজরে দেখে নিন ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের ভেন্যু

ভারত- কলকাতা- ইডেন গার্ডেন, আহমেদাবাদ- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, চেন্নাই-চিপক স্টেডিয়াম, মুম্বই – ওয়াংখেড়ে স্টেডিয়াম,দিল্লি- অরুণ জেটলি স্টেডিয়াম।

শ্রীলঙ্কার তিন ভেন্যু হল,কলম্বো- প্রেমদাসা স্টেডিয়াম। কলম্বো-সিনহালসেলে স্পোর্টস ক্লাব। ক্যান্ডি- পাল্লিকল স্টেডিয়াম

কলকাতায় হবে ওয়েস্ট ইন্জিজ বনাম বাংলাদেশ(৭ ফেব্রুয়ারি),  বাংলাদেশ বনাম ইতালি(৯ ফেব্রুয়ারি), বাংলাদেশ বনাম ইংল্যান্ড(১৪ ফেব্রুয়ারি), ইংল্যান্ড বনাম ইতালি (১৬ ফেব্রুয়ারি), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি(১৯ ফেব্রুয়ারি)। এর পাশাপাশি কলকাতায় হবে সুপার এইটের একটি ম্যাচ। একটি সেমিফাইনালও হতে পারে।

Related articles

কমিশনে যাবে ১০ প্রতিনিধিই: ফের চিঠিতে জানালেন ডেরেক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি কমিশন। তাই এবার দিল্লিতেই কমিশনের দফতরে গিয়ে তৃণমূল...

এসআইআর-আতঙ্কে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যার! অসুস্থ হয়ে হাসপাতালে বিএলও

এসআইআরের কাজের চাপ ও আতঙ্ক ঘিরে ফের মৃত্যু এবং অসুস্থতার ঘটনা। সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথির দেশপ্রাণ ব্লকে...

দেশ চষবেন তৃণমূল সভানেত্রী: বিধানসভা ভোটের আগেই ২০২৯-এর পরিকল্পনা শোনালেন মমতা

রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনও প্রস্তুতি শুরু হয়নি, তার আগেই ভোটের দামামা বাজানোর চেষ্টা করে চলেছে রাজ্য বিজেপি। চারিদিকে...

অরিজিৎ-রাজ্যপাল সাক্ষাতে জমজমাট জিয়াগঞ্জ

দু’দিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে মঙ্গলবার সকালেই জিয়াগঞ্জে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনভর ব্যস্ত সূচির মধ্যেও...
Exit mobile version