Tuesday, November 25, 2025

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

Date:

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস বইয়ের (comics book auction) নিলামে দাম উঠতে পারে ৮১ কোটি টাকার বেশি, এ যেন সত্যিই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এটা গল্প নয় বরং সত্যি। সুপার-কমিকস সুপারম্যানের (Superman comics) প্রথম সংস্করণ খুঁজে পেলেন সানফ্রান্সিসকোর (San Francisco) এক পরিবারের তিন ভাই। আর সেই রঙিন কমিকস বইটি টেক্সাসের এক নিলামে বিক্রি হল ৮১ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার ৬৬৫ টাকায়। নিলামকারী সংস্থা পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছে না যে বাস্তবে এটা ঘটেছে। একদিকে ডিজিটাল যুগে দাঁড়িয়েও বইয়ের প্রতি টান আর অন্যদিকে সুপারম্যানের অটুট জনপ্রিয়তার মেলবন্ধনই এমন ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সকলেই। তবে নেটব্যবহারকারীদের একাংশের মতে যেহেতু এটি সুপারম্যান সুপার কমিক্সের দুষ্প্রাপ্য রঙিন প্রথম সংস্করণ তাই এত টাকা দাম উঠেছে নিলামে।

প্রয়াত মায়ের পুরনো জিনিসপত্র ঘেঁটেঘুঁটে পরিষ্কার করতে গিয়ে সুপারম্যান কমিকসের প্রথম সংস্করণ পুনরুদ্ধার করেন তিন ভাই। গতবছর সান ফ্রান্সিসকোর বাড়িতে তাঁদের মায়ের মৃত্যু হয়েছিল। মাতৃশোকে কাতর ছিল পরিবার। আচমকাই তিন ভাই মিলে মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে একগাদা পুরনো রদ্দি সংবাদপত্রের নীচে, একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতরে বেশ কিছু দুষ্প্রাপ্য কমিক বই খুঁজে পান। নিলামকারী সংস্থা হেরিটেজ অকশনের কমিকস (Heritage auction comics) বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোন অ্যালেন খবর পাওয়া মাত্রই সানফ্রান্সিসকো পৌঁছে যান। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় যে বইটি দুষ্প্রাপ্য সুপারম্যান (Superman first version colour comics) নম্বর ওয়ানের সংস্করণ।প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে, প্রকাশক ছিল ডিটেকটিভ আইএনসি। নিলামকারী সংস্থার তরফে জানানো হয়েছে এর আগে কোনওদিন এত দামে কোনও কমিকস বই বিক্রি হয়নি।

 

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...
Exit mobile version