‘প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে’ কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের ‘শৌর্য’ ছুঁয়ে গেছে ‘কিশোরী’ অন্তরার মন। তাইতো বাঙালি রীতি মেনে সাতপাক ঘুরে মালাবদল করে শুরু হল নতুন জীবন। মঙ্গলের রাতে বিয়ে করলেন গায়িকা অন্তরা মিত্র (Antara Mitra)। পাত্র যদিও সুরেলা জগতের ব্যক্তিত্ব নন। তিনি তথ্যপ্রযুক্তির মানুষ, নাম শৌর্য। বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন দুজনে, অবশেষে ২৫ নভেম্বর ২০২৫-এ তা পরিণতি পেল।
কলকাতার বাইপাস সংলগ্ন রাজকুটিরে তাঁদের বিয়ের জমকালো আসর বসে। পাত্র বাবাজি অবশ্য কলকাতায় থাকেন না, তিনি বেঙ্গালুরুর বাসিন্দা।পারিবারিক ও ব্যক্তিগত পরিসরে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে এই বিবাহ পর্ব সম্পন্ন হয়েছে বলে খবর। বিয়ের সকালে লাল পাড় সাদা শাড়ি, মাথায় শোলার মুকুট, গায়ে সোনার গয়না পরে সম্পূর্ণভাবে বাঙালি সাজে ধরা দিয়েছিলেন গায়িকা। আইটি প্রফেশনাল পাত্র শৌর্য (Sourjyo) কোন সাজে মছলন্দপুরের মেয়েকে ঘরণী করে তুললেন সে ছবি অবশ্য প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে নবদম্পতি খুব শিগগিরই মধুচন্দ্রিমায় যাবেন। তাই আপাতত কিছুদিন সারেগামাপার (SaReGaMaPa) মঞ্চে দেখা যাবে না ‘গেরুয়া’ গায়িকাকে। অন্তরার নতুন জীবন শুরুর কথা জানাজানি হতেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
–
–
–
–
–
–
–
–
