প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ থেকে মুম্বইয়ের এক হোটেলে বর্ষীয়ান অভিনেতার স্মরণসভার (Dharmendra Prayer meet today) আয়োজন করা হয়েছে। এর মাঝেই শিরোনামে উঠে এসেছে ধর্মেন্দ্রর বায়োপিকের প্রসঙ্গ। বছরখানেক আগে ‘শোলে’র বীরু নিজে জানিয়েছিলেন যে তিনি আত্মজীবনী লিখছেন। কিন্তু তাঁর ভূমিকায় অভিনয় করবেন কে? মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে সুপারস্টার অভিনেতা নাকি নিজেই আরেক সুপারস্টারের নামে শিলমোহর দিয়ে গেছেন।
দেওলদের মতো আদ্যোপান্ত ফিল্মি পরিবারে সানি, ববি এমনকী নাতি রাজবীর থাকতে বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) উপর নাকি আস্থা রেখেছিলেন ধর্মেন্দ্র। শোনা যায় তিনি নিজেই চেয়েছিলেন ‘দাবাং’ খান যেন তাঁর বায়োপিকে অভিনয় করেন। বলিউড সুলতানের ডাকাবুকো ব্যক্তিত্বের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র। দুজনের মধ্যে সুসম্পর্কও ছিল। সিনিয়র অভিনেতার অসুস্থতার খবরে প্রথমে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ও পরে তাঁর মৃত্যুতে শ্মশানে ছুটে গিয়েছিলেন সলমন। আসলে সেলিম খান এবং ধর্মেন্দ্র দুজনেই সমবয়সি। উপরন্তু ‘শোলে’র সময় থেকেই দুই তারকার দারুণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে যা আজও অটুট। যদিও বায়োপিক তৈরি করার বিষয়ে কোনো প্রযোজনা সংস্থা বা পরিচালকের কাছ থেকে কোনও মন্তব্য মেলেনি। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই তাঁর আত্মজীবনী নিয়ে ভাবনা যে যথেষ্ট চর্চায় রয়েছে তা বলাই বাহুল্য।
–
–
–
–
–
–
–
–