Friday, January 30, 2026

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

Date:

Share post:

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )। ময়দান নয় এবার মহিলাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )হচ্ছে বেলেঘাটা বালক বৃন্দের মাঠে।টুর্নামেন্টে মোট আটটি টিম খেলবে নকআউট পর্বে।    ব্যস্ত সুচির মধ্যে খনিকের জন্য এলেন মেয়র তথা রাজ্য ভলিবলের সভাপতি ফিরহাদ হাকিম(Firhad Hakim )। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি।

প্রাথমিকভাবে এই চ্যাম্পিয়নশিপ ঘিরে উতসাহ কম থাকলেও পরে তা বাড়বে বলেই মনে করছে রাজ্য ভলিবল সংস্থা। সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রথীন রায় চৌধুরী বলেন, ময়দানে খেলা হলে অনেক মানুষ আসেন তা দেখতে। কিন্তু এখানে আয়োজকরা কতটা প্ৰচার করেছেন সেটা বোঝা যাচ্ছে না , আগামী দিনে খেলা দেখতে মানুষ আসবেন।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। কিন্ত রথীন আছেন নিজের যুক্তিতেই অনড়। তাঁর কথায়, আমাদের এখানে বিরোধী বলে কেউ নেই কয়েক গুটি কত কয়েকজন হইহোল্ডার করার চেষ্টা করছেন তাদের কখনো জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলেননি বিরোধীরা খালি ভোট চাইছে কিন্তু নিয়ম মেনেই ২০১০ এর ভোট হয়েছে। চার বছর পর আবার ভোট হবে।

জেলা সংস্থাগুলিকে যে অনুদান দেওয়া হয় তার কোন হিসেব নেওয়া হয় না, এই বিষয়ে রাজ্য ভলিবল সংস্থা আগেই জানিয়েছিল তারা এবার থেকে হিসেব নেবেন। তবে রথীনের কথায়,  বছরে পনেরো হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা চারটে বল কিনতেই শেষ হয়ে যায়। জেলা সংস্থার অনেকেই এইসব বিষয়ে বোঝেন না। তাই তাদের থেকে হিসেব কীভাবে নেওয়া হবে তবু এই বিষয়ে একটা সার্কুলার পাঠানো হবে। তবে বিরোধীদের যে সাংবিধান দেখাতে তিনি তৈরি সেটা জানিয়ে রাখলেন।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...