শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’: ভারতীয় ঐতিহ্যের উদযাপন

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘শুভ বিবাহ উৎসব’। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের (Shyam Sundar Co. Jewellers) প্রত্যেক শাখা শোরুমে (showroom) এই উৎসবের আয়োজন হতে চলেছে। এই উৎসব উদযাপন করার জন্য গ্রাহকদের জন্য লাকি ড্র (lucky draw), উপহার আর বিশেষ আকর্ষণীয় অফারও রাখা হয়েছে।

‘শুভ বিবাহ উৎসব’- ভারতীয় ঐতিহের এই উদযাপন ২০০৯ সালে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাফল্যের সঙ্গে সূচনা করে। পরে বিভিন্ন আবাসন ও বিশিষ্ট সামাজিক ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এরপর যত সময় গড়িয়েছে ততই এই উৎসবের মান ও জনপ্রিয়তা আরও বেড়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল, ভারতীয় ঐতিহ্যের উদযাপন করা ও বিয়ের মরসুম উপলক্ষে গ্রাহকদের জন্য বিয়ের গয়নার নতুন সম্ভার নিয়ে আসা ।

এবারের আয়োজন আরো বিশেষ হতে চলেছে। এই বছর সোনা এবং হিরের বিয়ের গয়নার এক সম্পূর্ণ নতুন সংগ্রহ নিয়ে আসা হয়েছে। যা শুধুমাত্র বিয়ের মরসুমের জন্য বিশেষভাবে ডিজাইন এবং কারুকাজ করা হয়েছে।

এবারের উৎসবের আকর্ষণ –
রয়েছে সোনার গয়নার মজুরিতে ২০% ছাড়
হিরের গয়নার মজুরিতে ৬৫% ছাড়
প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার
এছাড়া থাকছে প্রত্যেক ১৫ দিন অন্তর লাকি ড্র-এ বিজেতা ও তার এক সঙ্গীর- সিমলা, জয়পুর এবং গোয়া ভ্রমণ প্যাকেজ জেতার সুযোগ
এবং মেগা ড্র-এ বিজেতা ও তার এক সঙ্গীর বিদেশ (ফুকেত) ভ্রমণের প্যাকেজ
তাছাড়াও রয়েছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সুযোগ, হলমার্ক যুক্ত সোনা ১০০% মূল্যের গয়না ফেরত পাবার সুযোগ ও মাসে-মাসে টাকা জমিয়ে ডিসকাউন্টে গয়না কেনার সুযোগ।

এই সব কিছুই আয়োজন করা হয়েছে বিয়ের মরসুমের জন্য। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এই উপলক্ষে এক স্পেশাল প্রিভিউয়ের আয়োজন করেছিল, সেখানে উপস্থিত ছিলেন বাংলা, হিন্দি ও তেলুগু চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী প্রান্তিকা দাস। অনুষ্ঠানে সোনা ও হিরের গয়নার এবছরের ‘শুভ বিবাহ সম্ভার’ সকলের সামনে তুলে ধরা হয়। এছাড়া যেসব অফার, ছাড় আর লাকি ড্র রাখা হয়েছিল সে সম্পর্কে সবাইকে জানানো হয়েছিল।

‘শুভ বিবাহ উৎসবের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আন্তরিক ধন্যবাদ জানাই,’ বলেন প্রান্তিকা দাস। সাথে তিনি সমস্ত ত্রিপুরাবাসীকে শুভ বিবাহ উৎসবের আগাম শুভেচ্ছা জানান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্চ রুট ভ্যাকেশন্স-এর ডিরেক্টর স্বর্ণেন্দু ঘোষ। তিনি বলেন, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শুভ বিবাহ উৎসবের লাকি ড্রয়ের মাধ্যমে সব মধুচন্দ্রিমা বিজেতাদের আগাম অভিনন্দন’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘আসলে ভারতীয় বিবাহ অনুষ্ঠান হল একটি পরম্পরা ও আবেগ। এর সঙ্গে জুড়ে থাকে এক অদ্ভুত রোমান্টিসিজম। তাই আমরাও শুভ বিবাহ উৎসবের সময় সবসময়ই ‘ব্রাইডাল জুয়েলারি উইথ সেন্টিমেন্টস অ্যাটাচড’-এর কথা বলি, কারণ সকলের কাছেই বিয়ের এক আলাদা অনুভূতি রয়েছে। যা হৃদয়ের অন্তরে খুব সযত্নে সাজানো থাকে। আর এজন্যই আমাদের এই প্রয়াস খুবই বিশেষ।’

আরও পড়ুন : পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “বিয়ের মরসুমে আমাদের ‘শুভ বিবাহ উৎসব‘ হল ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন। ২০০৯ সালে সংস্থার শাখায় একটি ইন-স্টোর উপস্থাপনা দিয়ে এটি শুরু হয়েছিল। কয়েকটি প্রধান আবাসন এবং বিশিষ্ট সামাজিক ক্লাবের সঙ্গে পরে যুক্ত হয়। এই উৎসব এখন একটি বার্ষিক উদযাপন হয়ে উঠেছে।” তিনি বলেন, ‘এই বছরের সংস্করণটি আরো বিশেষ। এবারের আয়োজনের মধ্যে রয়েছে সোনা ও হিরের গয়না তৈরির মজুরিতে বিশেষ ছাড় সহ অফার, প্রতিটি ক্রয়ের সাথে নিশ্চিত উপহার, আর সাথে লাকি ড্র।’

‘শুভ বিবাহ উৎসব’ অফারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ত্রিপুরার  আগরতলা, ধর্মনগর ও উদয়পুর শোরুম ছাড়াও কলকাতার সব ( গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও ১৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। সকলের জন্যে শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ।

spot_img

Related articles

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা...

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম...