নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে আজ বুধবার। সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় উচ্চ প্রাথমিকের ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি যাওয়ার পর ফের পরীক্ষা নিয়েছে এসএসসি (SSC)। কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে দেওয়া মামলায় কী রায় দিতে চলেছে ডিভিশন বেঞ্চ (division bench of Calcutta High Court) আজ সবার নজর সেদিকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগে দুর্নীতির (primary teachers recruitment scam) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৎকালীন বিচারপতি বাতিল করেছিলেন পুরো প্যানেল। এই রায় চ্যালেঞ্জ করে যায় ডিভিশন বেঞ্চে।হাই কোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রার্থীদের চাকরি বজায় রেখেই নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসা মামলার টানা ছয় মাস ধরে শুনানি চলার পর নভেম্বরে তার শেষ হয়। রায়গঞ্জ স্থগিত রাখে আদালত। বুঝেই বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Tapobrata Chakraborty) এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের (Ritobrata Kumar Mitra) ডিভিশন বেঞ্চ প্রাথমিকের প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–

–


