প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা (Simone Tata)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital, Mumbai)। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নোয়েল টাটার মায়ের প্রয়াণে শোকাহত শিল্পমহল।
বছরের শুরু থেকেই অসুস্থ হয়ে পড়েন সিমোনে। দুবাইয়ে চিকিৎসা চলার পর দেশে ফিরে ভর্তি হন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ১৯৫৫ সালে শিল্পপতি নাভাল টাটার সঙ্গে বিয়ে হয় তাঁর। ১৯৬১ সালে টাটায় যোগ দেন সিমোনে। তিনিই ছিলেন ল্যাকমির আসল প্রতিষ্ঠাতা (Lakme founder Simone Tata)। তার আগে ল্যাকমি টাটা অয়েল মিলসের ছোট সহায়ক সংস্থা হিসেবে পরিচিত ছিল। ল্যাকমিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সিমোনেই। প্রসাধন শিল্পে এদেশে তাঁর অবদান তাঁকে ভারতের ‘কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী’ আখ্যা দেয়। টাটা গোষ্ঠীর তরফে এদিন এক বিবৃতিতে সিমোনের প্রয়াণ সংবাদ প্রকাশ করা হয়।শনিবার সকালে কোলাবার ক্যাথেড্রাল অফ দ্য হলি নেম চার্চে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে।
–
–
–
–
–
–
–
–
