মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি উন্মোচন হল । এই দলের সব হোম ম্যাচ হবে শৈলেন মান্না স্টেডিয়ামে।।৭ টা করে হোম ও আওয়ে ম্যাচ হবে।।দলে আছে মোহনবাগানের প্রাক্তনী আজহার, শেখ সাহিল। ভূমিপুত্রদের নিয়ে গঠিত এই দল। দলে আছেন এক ব্রাজিলিয়ান বিদেশি পাওলো, কোচ হলেন ব্যারেটো।
ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই আগামী দিনে এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স(Howrah Hooghly Warriors)। শুধু বেঙ্গল সুপার লিগ নয় একইসঙ্গে লিগে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড খেলার পরিকল্পনা আছে এই দলের।

দলের প্রেসিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বলেন,” আগামী দিনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আছে , অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা আছে। আমরা যদি চ্যাম্পিয়ন হই আগামী দিনে শিল্ড খেলব, কলকাতা লিগের কোনও একটি ডিভিশনে খেলব । আমরা ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করর। এই বছরের শেষ নয়। ”

দলের সম্পাদক নিখিল শাহ বলেন, আমরা খুব আশাবাদী এই দল নিয়ে। সম্প্রতি আমরা আমরা অনুশীলন ম্যাচ খেলেছি। । দলের কোচ ব্যারেটো বলেন, “বেঙ্গল সুপার লিগ থেকে অনেক নতুন প্রতিভা উঠে আসবে কারণ কলকাতা লিগ ছাড়া কোন টুর্নামেন্ট এখন হয় না এখান থেকে বাংলায় নতুন প্রতিভা উঠে আসতে পারে না।আমি এই দল নিয়ে আশাবাদি অনেক ভালো প্লেয়ার আছে । ”

–

–

–

–



