Saturday, December 6, 2025

আজ বাংলা জুড়ে সংহতি দিবস,শুক্রের সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে ফের সেই সেনাবাহিনী

Date:

তৃণমূলের (TMC) সংহতি দিবসের মঞ্চে এবার হাজির সেনাবাহিনী৷ শুক্রবার বিকেলে বেশ কয়েকজন সেনা আধিকারিক ধর্মতলার মঞ্চ ও এলাকা ঘুরে দেখেন৷ দফায় দফায় এই কাজ চলে৷ উল্লেখ্য, এর আগে মেয়ো রোডে দলের ধরনা মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী৷ এবারও ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করবে তৃণমূল। এদিন সকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ, শনিবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে দলনেত্রীর নির্দেশে ‘সংহতি দিবস’কে সামনে রেখে জনসভার আয়োজন করা হয়েছে৷ তৃণমূলের ছাত্র-যুবদের তত্ত্বাবধানে পুরোটা হচ্ছে। তদারকি করছেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তরের যুব সভাপতি শান্তি কুণ্ডু, দক্ষিণের সার্থক বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ বক্সি, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সানা আহমেদ-সহ অন্যরা।

শুক্রবার দফায় দফায় সেনাবাহিনীর তরফে মঞ্চ ও তার আশপাশ অঞ্চল পরিদর্শন করা হয়। তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা বৈঠকও করেন। টিএমসিপি সভাপতি জানান, সেনাবাহিনীর তরফে কিছু বিষয় জিজ্ঞাসা করা হয়েছে। ওঁরা কিছু বিষয় বলেছেন, আমরা সেগুলো শুনেছি। ৪, ৫ এবং ৬ ডিসেম্বরের অনুমতি নেওয়া আছে এই সভার কাজের জন্য। ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। তৃণমূল কংগ্রেস দীর্ঘ বছর ধরেই এই দিনটি সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। সম্প্রীতির বাংলায় বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে চলেছে তার বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল৷

 

Related articles

ইন্ডিগো: যাত্রী ভোগান্তিতে মামলা সুপ্রিম কোর্টে, বিমান সংস্থাগুলিকে ভাড়া না বাড়াতে কড়া নির্দেশ

দিনের পরে দিন হাজারের বেশি ফ্লাইট বাতিল ইন্ডিগোর(IndiGo)। শনিবারও দেশজুড়ে চারশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর তাতেই নাজেহাল...

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...
Exit mobile version