Monday, December 8, 2025

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সমস্যা সমাধানে ব্যর্থ। সপ্তাহের শুরুর দিনেও দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩৫০ বিমান বাতিল করা হয়েছে।

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও অজানা। সোমবার দিল্লি বিমানবন্দরে মোট ১৩৪ টি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু বিমানবন্দরে ১২৭ টি এবং  চেন্নাই বিমানবন্দরে ৭১টি বিমান বাতিল করা হয়েছে। এখানেই শেষ নয় আহমেদাবাদ বিমানবন্দরে ২০টি বিশাখাপত্তনম বিমানবন্দরে ৭ টি বিমান বাতিল করা হয়েছে।

দেশের অন্য প্রধান বিমানবন্দর গুলির মধ্যে মুম্বই এবং কলকাতায় পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রবিবার দেশজুড়ে ইন্ডিগোর ৬৫০টি বিমান বাতিল করা হয়েছে। শেষ দুই দিনে এই সংখ্যাটা হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যেই ৬১০ কোটি টাকা টিকিট ফিরিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। ছয় দিনের বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিট বাবদ ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো। এইসঙ্গে ৩ হাজার ব্যাগ ফেরত দিয়েছে বিমানসংস্থাটি।

বিমান পরিষেবায় এমন জটিলতায় ভোগান্তি যাত্রীদের। তারা বিমানবন্দরে এসে শুনছেন তাদের যাত্রাপথের নির্ধারিত বিমান বাতিল করা হয়েছে। পরিষেবার দিক থেকে দেশের বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো(IndiGo flights )। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। শনিবার ১৫০০ এবং রবিবার ১৬৫০টি উড়ান চলে থাকে। গন্তব্যের সংখ্যা ১৩৮। ফিরতি গন্তব্যের সংখ্যা ১৩৫। কিন্তু পাইলটদের পর্যাপ্ত ছুটি দিতে গিয়েই সমস্যা শুরু হয়েছে।

spot_img

Related articles

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...