Thursday, December 11, 2025

বিএলওদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্র- কমিশনের, SIR মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট

Date:

শীর্ষ আদালতে মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Suryakant) ও বিচারপতি জয়মাল্য বাগচী বেঞ্চ স্পষ্ট করে বলে দেন, বিএলওদের (BLO) উপর কোনও অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। তাঁদের কাজটা কোনও ডেস্ক ওয়ার্ক নয়, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে। তাই বুথ লেভেল অফিসারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কেন্দ্র ও নির্বাচন কমিশন (ECI ) দুজনেরই।

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) মামলার শুনানিতে এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী (Rakesh Dwivedi) বলেন বিএলও-দের উপর রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে। এমনকী বিএলও-দের একাংশের কলকাতায় সিইও অফিস (CEO Office) ঘেরাও করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাল্টা প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিএলও-রা এখন আপনাদের কাজ করছেন, তাঁরা আপনাদের কর্মী। তাই তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আপনাদের নিতে হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কাছে আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেছিলেন যে বিএলও-দের উপর এত চাপ, সেই কারণে তাঁরা কমিশনের দফতর ঘেরাও করেছেন। তাহলে এখানে রাজনৈতিক চাপের প্রসঙ্গ আসছে কেন। কমিশনের আইনজীবী এরপর রাজ্য পুলিশকে তাদের অধীনে নেওয়া অথবা কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বললে তা সাফ নাকচ করে দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি স্পষ্ট জানান, এটা একমাত্র নির্বাচনের সময় সম্ভব তার আগে নয়। এদিন শুনানিতে সনাতনী সংসদের তরফে আইনজীবী ভিভি গিরি সুপ্রিম কোর্টে বিএলও-দের সুরক্ষা নিয়ে সওয়াল করতে গিয়ে ২০২৩-২০২৪ সালের হিংসার কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনীর দাবি করতে চাইলে, বিচারপতিদ্বয় বলেন সেক্ষেত্রে কমিশনকে নিজেদের অভিযোগ এবং দাবি দুটোই প্রমাণ করতে হবে। বেঞ্চ আরও জানিয়েছে, কোনও রাজ্যের সরকার যদি বিএলও-দের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, তা হলে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। পরিস্থিতি বিবেচনা করে সেই মতো রাজ্যকে নির্দেশ দেবে শীর্ষ আদালত। এদিন কমিশন, রাজ্য সরকার সব পক্ষকেই নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

 

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...
Exit mobile version