Tuesday, January 20, 2026

বঙ্কিমচন্দ্রকে অপমান! প্রতিবাদ জানালেন প্রপৌত্র সজল

Date:

Share post:

ঋষি বঙ্কিমচন্দ্রকে ‘দা’ সম্মোধনে নতুন করে ‘প্রচারের আলোয়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতিবাচক প্রচার হলেও ভুল করে দুদিন পরেও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ঘটনার পরে বারবার বিজেপির তরফ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ‘বন্দেমাতরম’ (Vandemataram) আলোচনাকে বিজেপির মিডিয়া সেলের তরফ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখানোর চেষ্টা চলেছে আদতে বিজেপি কতটা বঙ্কিমচন্দ্র-প্রেমী। কিন্তু বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chattopadhyay) অপমানের মধ্যে দিয়ে দেশের সব মনীষীকেই অপমান করা হয়েছে বলেই মত ‘বন্দেমাতরম’-এর স্রষ্টার প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের (Sajal Chattopadhyay)।

বাংলায় ঋষি বঙ্কিমের নামে কলেজ স্বাধীনতার সময় থেকে রয়েছে। তা সত্ত্বেও বাংলায় বঙ্কিমকে নিয়ে কিছু হয়নি বলে অভিযোগ করেছিলেন বঙ্কিম-প্রপৌত্র (great grandson) সজল চট্টোপাধ্যায়। তবে সংসদে যেভাবে নরেন্দ্র মোদি ‘বঙ্কিমদা’ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের অপমান করেছেন তাতে সরব হতে বাধ্য হয়েছেন সজল। তিনি দাবি করেন, এই উক্তিতে লজ্জিত, দুঃখিত, না কি রাগ হচ্ছে। তিনটেই হচ্ছে। জানি না কেন বলেছেন উনি। এটা নিয়ে যত বলব তত বিতর্ক। যে-ই বলুক ওনাদের ছোট করার ক্ষমতা আমাদের নেই। যদি ভুল করেও ছোট করে ফেলি, সেই ক্ষমতাও আমাদের নেই। বঙ্কিমবাবুকে (Bankim Chandra Chattopadhyay), রবীন্দ্রনাথকে বা যে কোনও মনীষীকে ছোট করাকে বা নাম ধরে দাদা বলা বা অসম্মান জানানোর প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ- বাঙালি মনীষীদের লাগাতার অপমান কেন্দ্রের, সংসদে মৌন প্রতিবাদে তৃণমূল

আদতে বিষয়টা এখানেই শেষ হয়নি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত (Gajendra Singh Sekhawat) ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামই ভুল বললেন। সজল চট্টোপাধ্যায়ের দাবি, এটা বিজেপির অজ্ঞতা। তিনি স্পষ্ট জানান, এটা একদমই না জানার, অজ্ঞতার পরিচয়। এটা আমি নয়। সারা ভারতবাসীর কাছে লজ্জার বিষয়। যে একজন মনীষীর নাম আমি ভুল বলব। আমি জানি না, বলব না।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...