Wednesday, January 21, 2026

‘বন্দেমাতরম’ মুখে আনতে সমস্যা! সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা-বিরোধিতা

Date:

Share post:

বিজেপির ছত্রে ছত্রে বাঙালির প্রতি বিদ্বেষ প্রকাশ্যে বেরিয়ে আসছে। বাংলা সম্পর্কে কিছু না জেনে সংসদে যে কেউই বক্তব্য রাখতে পারেন, এমনটা যেন গর্বের সঙ্গে তুলে ধরা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে একের পর এক কেন্দ্রের মন্ত্রী সেটাই প্রমাণ করার চেষ্টা করে চলেছেন সংসদে। এবার প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর মুখ দিয়ে ‘বন্দে মাতরম’ (Vandemataram) যেন বেরোয়ই না। এই ঘটনায় বিজেপির ‘বন্দে ভারত’ (Vande Bharat) ধ্যান ধারণাকে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের।

বাংলায় নির্বাচনের আগে নিজেদের বাংলা-প্রেমী দেখাতে উঠে পড়ে লেগেছেন নরেন্দ্র মোদি। তাই সংসদের সবথেকে ছোট শীতকালীন অধিবেশনে (winter session) দুই দিন রাখা হয়েছে ‘বন্দেমাতরম’ আলোচনার জন্য। সেই আলোচনায় বক্তা হিসাবে নাম ছিল প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরের। বিজেপি সাংসদ বক্তৃতা দিতে উঠে একবার নয় দুবার ‘বন্দে মাতরমে’র (Vandemataram) জায়গায় বললেন বন্দে ভারত! এঁরা বিজেপি সাংসদের নামে লজ্জা, এভাবেই তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

একের পর এক বাঙালি মনীষীদের অবমাননার পরে সরব তৃণমূল। দাবি করা হয়, নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Cahttopadhyay) বলছেন বঙ্কিমদা! কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী ইন্দর সিং পারমার রাজা রামমোহন রায়কে বলেছিলে, তিনি নাকি দেশপ্রেমিক নন, সন্ত্রাসবাদী! এঁরা নাকি দেশপ্রেমিক! ধিক্কার! এরা কি আদৌ দেশপ্রেমিক? যাঁরা ‘বন্দে মাতরম্’ বলতে গিয়ে বারবার বন্দে ভারত বলে, তারা কোন মুখে দেশভক্তি, রাষ্ট্রবাদের কথা বলে?

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্রকে অপমান! প্রতিবাদ জানালেন প্রপৌত্র সজল

এখানেই থেমে থাকেনি তৃণমূল। সাংসদ অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, বিজেপির বড় আদরের সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সংসদে (parliament) দাঁড়িয়ে একবার নয়, দু’বার করে বন্দে মাতরম্-এর জায়গায় বললেন বন্দে ভারত! ক্ষমার অযোগ্য বিজেপির এসব নেতারা। যাদের দলের শীর্ষ নেতৃত্বই ভারতের মহান মনীষীদের অসম্মান করে, তাদের শাগরেদরা তো এমনই হবে। ধিক্কার!”

spot_img

Related articles

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...