শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের বারে বসে খাওয়া দাওয়া আর গান-বাজনা উপভোগ করার সুযোগ আপাতত তিন মাসের জন্য বন্ধ (Glenarys bar and music closed in darjeeling)। বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘন করায় মঙ্গলবার থেকে এই রেস্তরাঁর বার ও মিউজিক বন্ধ থাকছে। ফলে শুধু বড়দিন নয় পুরো শীতকালটাই গ্লেনারিসের আবহ উপভোগ করতে পারবেন না পর্যটকরা।
১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই গ্লেনারিসের (Glenarys) তিনটি সেকশন রয়েছে। বার, বেকারি এবং রেস্তরাঁ। এত বছর প্রথম জনপ্রিয় এই রেস্তরাঁ বার বন্ধ হল।ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক বলেন, “বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘন করায় আমরা এই বারটি আগামী ৯০ দিনের জন্য বন্ধ করেছি।” এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড বলেন “আমার গ্লেনারিস-এর সমস্ত কাগজপত্র ঠিক আছে। কিন্তু আমার লাইভ মিউজিক পেপার একবছর ধরে বন্ধ।বার বন্ধ করে দেওয়ায় এই মরশুমে দেড় কোটি টাকার ক্ষতি হবে।” খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে ক্রিসমাস ও নববর্ষের বুকিং বাতিল হতে শুরু করেছে। সমস্যায় সংস্থার কর্মচারীরাও।
–
–
–
–
–
–
–
–
