Wednesday, December 31, 2025

এক ডায়লগে বাজিমাৎ, রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোশনকে কনসার্টে পরিণত করলেন শাহরুখ

Date:

Share post:

তিনি ভারতীয় বিনোদন জগতের (Indian entertainment industry) রোমান্টিক আইকন। চোখের চাহনি থেকে কথা বলার এক্সপ্রেশনে বুঁদ মহিলা মহল। বয়স বাড়লেও ‘ কিং ক্রেজ’ এতটুকু কমেনি। তাই তো বিয়ে বাড়ি থেকে প্রদর্শনী যেখানেই উপস্থিত হন শাহরুখ খান (Shahrukh Khan), সেখানেই তৈরি হয় ম্যাজিক। সম্প্রতি তার সাক্ষী হল দুবাই এক্সিবিশন সেন্টার (Dubai exhibition centre) । এক রিয়েল এস্টেট প্রকল্পের প্রোমোশন অনুষ্ঠানকে এক নিমেষে কনসার্টে পরিণত করে দিলেন বলিউড বাদশা। এক ডায়ালগই তৈরি করে দিল শাহরুখ-ম্যানিয়া।

দুবাইয়ের অনুষ্ঠানে প্রায় ছ-হাজার জনতার সামনে গ্র্যান্ড এন্ট্রি নিতে নিতে কিং খান (SRK) বললেন “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।” ব্যাস, ‘ওম শান্তি ওম’ সিনেমার এই ডায়লগ শাহরুখের কাছ থেকে শোনা মাত্রই বিভোর হয়ে পড়েন এক্সিবিশনে আসা প্রত্যেকে। কেউ বলছেন স্বপ্নের মতো মনে হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারছি না ; তো কেউ বলছেন এটাই জীবনের সেরা প্রাপ্তি। পরপর দু’বছর সিনেমা মুক্তি না পেলেও বলিউডের ‘জওয়ান’ খানের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা আরও একবার বোঝা গেল। এখানেই শেষ নয় ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানেও এদিন সিগনেচার স্টেপ করে দেখান বাদশা। সিনিয়র সিটিজেন হয়েও জীবনীশক্তিতে ভরপুর তাঁর নিখুঁত পারফরম্যান্স মন জিতে নেয় দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভাবনা ও আদর্শের কথা ভাগ করে নিয়েছেন শাহরুখ। কঠিন পরিশ্রমই যে সফলতার মূল মন্ত্র সে কথা জানাতেও ভোলেননি কিং খান। তাঁর প্রত্যেকটা কথায় হাততালি আর উল্লাস বুঝিয়ে দেয় কেন তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বলিউডের সিংহাসনে শুধু তাঁরই আধিপত্য, তা সে তিনি প্রতিবছর সিনেমা করুন বা কয়েক বছরের বিরতিতে কামব্যাকের ক্যারিশমায় হৃদয় জিতুন অনুরাগীদের। বলিউড রোমান্সের প্রথম এবং শেষ কথা একজনই, তিনি শাহরুখ খান।

 

spot_img

Related articles

আজ অভিষেকের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর করে কতজন রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী...

বাংলা বিরোধীদের প্রোপাগান্ডায় কান দেবেন না, ‘হোক কলরব’ বিতর্কে সতর্ক করলেন রাজ

শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত 'হোক কলরব' (Hok Kolorob)সিনেমার সংলাপ বিতর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ইচ্ছাকৃতভাবে...

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...