বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না, তা স্পষ্ট করে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর পথ ধরে একে একে বিজেপির মন্ত্রী থেকে সাংসদরা এবার বাঙালি মনীষীদের (Bengali intellectuals) অপমানে উদ্যত। সংসদে এবার অপমানিত মাতঙ্গিনী হাজরা (Matangini Hazra)। বিজেপির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা (Dinesh Sharma) যে মাতঙ্গিনীর নামই জানেন না, তা স্পষ্ট হয়ে গেল সংসদে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’, মাস্টারদা সূর্য সেনকে ‘মাস্টার’ – বলে বাংলার মনীষীদের অপমানের রাস্তা করে দিয়েছিলেন। এবার রাজ্যসভায় বন্দেমাতরম নিয়ে আলোচনায় বিজেপি সাংসদ দীনেশ শর্মা কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ভারতে বিভেদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন। তারই মাঝে খেই হারিয়েও যান তিনি। ‘বন্দেমাতরম’ বলে জাতীয় পতাকা হাতে যেভাবে আন্দোলন করেছিলেন সেই সময় মাতঙ্গিনী হাজরা, তার উল্লেখ করতে গিয়ে নামই ভুলে গেলেন মাতঙ্গিনীর (Matangini Hazra)। বলে বসলেন, ‘মাতা গিনি’।

দীনেশ শর্মা বোঝাতে চাইছিলেন কংগ্রেস মহম্মদ আলি জিন্নাকে সমর্থন করতে গিয়ে ‘বন্দেমাতরম’ বাতিল করার পথে হেঁটেছিল। অথচ ভারতের মুসলিমরাও ‘বন্দেমাতরম’ (Vande Mataram) বলে জাতীয় পতাকা তুলে নিয়েছিলেন। এই বক্তব্য পেশ করতে গিয়ে তিনি ইসলাম সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মাতঙ্গিনী হাজরার নাম উল্লেখ করেন। স্পষ্টতই তাঁকে মুসলিম বলে প্রমাণেরও চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্র, মাস্টারদার পরে মাতঙ্গিনীর অপমান সংসদে: প্রতিবাদে সরব মমতা

বিজেপি সাংসদের এই আচরণে প্রতিবাদে তৃণমূল। বাংলার শাসকদলের কটাক্ষ, যখন বাংলা বিরোধীরা নিজেদের দেশাত্মবোধের প্রতিরূপ হিসাবে তুলে ধরার চেষ্টা করে তখন এমনই হয়। দীনেশ শর্মা, যিনি এক সময় উত্তরপ্রদেশ প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ আসনে বসতেন, তাঁর রাজনৈতিক আসন তাঁর জ্ঞান ও সম্মানকে যে প্রতিফলিত করে না তা স্পষ্ট। বাংলার বীরাঙ্গনা বিজেপির নেতাদের অযত্নের মৌখিক হত্যার শিকার। তার পরেও এই বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখে।

.@BJP4India has finally confessed what Bengal always knew: they do not know our history, they do not respect our icons, and they certainly cannot pronounce our martyrs’ names.
Their MP, Dinesh Sharma, stood in Parliament and butchered the name of Matangini Hazra, exposing the… pic.twitter.com/IOG94QG4UV
— All India Trinamool Congress (@AITCofficial) December 11, 2025
–

–

–

–



