Thursday, January 1, 2026

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, বৈঠকের দিন-ক্ষণের সিদ্ধান্ত সব পক্ষের সম্মতিতেই স্থির করতে হবে। এ দিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আগামী বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকবেন।

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণ প্রকল্প বহু দিন আটকে থাকার অভিযোগে এলাকার এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাই কোর্টে। সেই মামলার শুনানিতে গত ৫ ডিসেম্বর আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল, এই জটিলতা কীভাবে সমাধান করা যেতে পারে। বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল জানান, এখনও কোনও কার্যকর সমাধানসূত্র বের হয়নি। নির্ধারিত অঞ্চলে রাস্তা ব্লক করা হলে অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিষেবার চলাচল গুরুতরভাবে বিঘ্নিত হতে পারে। তাঁর বক্তব্যের পরে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, সাবওয়ের কাজ বন্ধ থাকলে আমজনতাকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সমাধানের পথে এগোতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, কোভিডের মতো পরিস্থিতি ফিরে না এলে শহরে যানবাহনের চাপ কোনও দিনই কমবে না। কাজ তো একদিন করতেই হবে, আর সেই দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করাও জরুরি হয়ে পড়বে। প্রসঙ্গত, হাই কোর্টের আগের নির্দেশে বুধবার কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল-এর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক ইতিমধ্যেই হয়েছে। তবে সেই বৈঠকেও জটের সমাধান না হওয়ায় আদালত ফের সব পক্ষকে আলোচনায় বসার নির্দেশ দিল।

আরও পড়ুন- এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রথা মেনে উদযাপিত কল্পতরু উৎসব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

১ জানুয়ারি বাঙালির কাছে কল্পতরু উৎসবের সঙ্গে সমার্থক। কাশিপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর ভোর থেকে ভক্ত...

প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে ভোটের প্রস্তুতি: বর্ষ শুরুতে পরিকল্পনা তৃণমূলের

নতুন বছরের শুরুর সঙ্গেই নতুন সূচনা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মধ্যরাতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের (Foundation Day) মধ্যে দিয়ে...

শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে...

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

বিশ্বের সব প্রান্তে যখন নতুন বর্ষবরণের আনন্দ, সেই সময়ে দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি (President of...