ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup)। ইতিমধ্যেই সূচি ঘোষণা হয়ে গিয়েছে বিশ্বকাপের। এবার শুরু হয়ে গেল টিকিট বিক্রিও। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি কবে থেকে হবে, সেটা খুব তাড়াতাড়ি আইসিসির পক্ষ থেকে জানানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিট থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হল। ‘টিকিটস.ক্রিকেটওয়ার্ল্ডকাপ.কম’(https://tickets.cricketworldcup.com)— দর্শকরা ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন। প্রথম ধাপের টিকিটের দাম অত্যন্ত কম রেখেছে আইসিসি। ভারতে টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে এবং শ্রীলঙ্কায় সেই দেশের মূল্য অনুযায়ী ১০০০ রুপি থেকে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ২৯২ টাকা)।

আইসিসির সিইও সংযোগ গুপ্তা জানিয়েছেন, ‘টিকিট বিক্রির শুরু আমাদের জন্য বড় পদক্ষেপ। লক্ষ্য হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সবার জন্য সহজলভ্য করা। যেন প্রতিটি ভক্ত, যেখানেই থাকুক বা যে কোনও অবস্থায় থাকুক, বিশ্বমানের ক্রিকেটের আনন্দ মাঠে গিয়ে উপভোগ করতে পারে।’

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দশম আসর। পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কায়। প্রথম পর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।এবারও অংশ নেবে ২০টি দল। প্রথম পর্বের ম্যাচগুলোর জন্য তাদের ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

–

–

–

–

–

–


