Thursday, December 11, 2025

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২০ হাজার ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের “পথশ্রী” ও “রাস্তাশ্রী” প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, তবুও রাজ্যের উন্নয়ন থেমে নেই। তাঁর কথায়, “এক দিনে ২০ হাজার কিলোমিটার রাস্তা উদ্বোধন হল। কেন্দ্র টাকা বন্ধ করার পরও আমরা ৩৯ হাজার কিলোমিটার রাস্তা করেছি। মোট ১ লক্ষ ৮৩ হাজার কিলোমিটার রাস্তা এবং ৩৬১টি সেতু নির্মাণ করেছি আমরা। উন্নয়নে রাজ্য আগে ১ নম্বরে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।”

এদিন কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দানে দাঁড়িয়ে “পথশ্রী” ও “রাস্তাশ্রী” প্রকল্পের ট্যাবলোতেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নদিয়া জেলায় গ্রামাঞ্চলে ৮০৮ কিলোমিটার এবং শহরাঞ্চলে ১৬৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে এই প্রকল্পের অধীনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ, রাজ্য মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির, জেলা শাসক অনীশ দাশগুপ্ত-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে ব্যাপক রাস্তা নির্মাণ প্রকল্প গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এতে উপকৃত হবেন জেলার সাধারণ মানুষ, বিশেষত গ্রামাঞ্চলের পথচারী ও কৃষিজীবীরা।

আরও পড়ুন – তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

একসময়ের একটি সাধারণ সাপোর্ট ডেস্ক। এখন গবেষণা, নকশা ও উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ভারতে তৈরি হয়েছে ১৭০০-টিরও...

বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিন তীর্থ, নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী 

রাজ্যের প্রায় বিলুপ্তপ্রায় মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার—এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নদিয়ার জনসভা থেকে...