Wednesday, December 31, 2025

আজ সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি পুজো, ভোর থেকে ভক্তদের ঢল বেলুড়মঠ-বাগবাজার-জয়রামবাটিতে

Date:

Share post:

জীবনে ভালো থাকতে চাইলে অন্যের দোষ দেখতে নেই। সকলের প্রতি সমান ভালবাসাতেই ঈশ্বর লাভের পথ দেখিয়েছিলেন যিনি, আজ সেই সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি উৎসব (Sri Sri Sarada Devi 173rd Birth Anniversary) । সকাল থেকে ভক্তদের ভিড় বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Math Ramakrishna Mission, Belur)। ভোরবেলা মঙ্গলারতির মধ্যে দিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরাধনার পরই মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিশেষ বেদগান ও স্তবগীতির আয়োজন করা হয়। এদিন সাংস্কৃতিক পরিবেশনায় মায়ের গানের পাশাপাশি ভজন কীর্তনের আয়োজনও করা হয়েছে। কাছে চণ্ডীপাঠ ও ধর্মসভাও। একই ছবি বাগবাজার মায়ের বাড়ি ও জয়রামবাটির মাতৃমন্দিরে।ভক্তদের ভিড়ে সর্বত্রই উৎসবের আকার নিয়েছে এই আধ্যাত্মিক তিথি।

সারদা দেবীর জন্ম তারিখ ২২ ডিসেম্বর (১৮৫৩) হলেও তাঁর আবির্ভাব মুহূর্ত অগ্রহায়নের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তাই সেই ক্ষণকে মাথায় রেখেই বছরের পর বছর রামকৃষ্ণ মঠ মিশন (Ramakrishna Math) মায়ের আরাধনায় ব্রতী হয়ে ওঠে। আজকের দিনটি রামকৃষ্ণ-সারদা ভাবাশ্রিত লাখো লাখো ভক্তদের কাছে অতি পবিত্র। দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে আনন্দানুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে সারদা দেবীর জন্মতিথি পুজো। বেলুড় মঠে ভোর পৌনে পাঁচটা থেকে শুরু হয় বৈদিক মন্ত্র পাঠ। সাতটায় বিশেষ পুজোর পর থেকেই মাতৃ সংগীতানুষ্ঠান শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় শ্রীশ্রী মায়ের কথা ও বাণী নিয়ে আলোচনা। ১০টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে ভজন, কীর্তন ও লীলাগীতি। প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। এদিন সকলেই বিনামূল্যে প্রসাদ পাবেন। বুধের রাত থেকেই সেজে উঠেছে বাগবাজারে মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়। সেখানেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে তার জন্মস্থান জয়রামবাটিতে বিশেষ পুজোর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার অন্যতম আকর্ষণ যাত্রানুষ্ঠান। দূরদূরান্ত থেকে ভক্তরা মাতৃমন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। একই ছবি দক্ষিণেশ্বরের সারদা পীঠেও।

 

spot_img

Related articles

২০২৬-কে স্বাগত জানাল কিরীটিমাটি, বর্ষবরণের উৎসবে মাতল প্রশান্ত মহাসাগরের দ্বীপ

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক...

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের...

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...