Saturday, December 13, 2025

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

Date:

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর রাতে শহরে এসেছিলেন স্প্যানিশ কোচ। বুধবার টিম হোটেলে সব ফুটবলার সাপোর্ট স্টাফদের সঙ্গে আলাপচারিতা সেরে নেন।  বৃহস্পতিবার থেকে মাঠে নেমে পড়লেন লোবেরা।

প্রথম দিন থেকেই নিজস্ব সংস্কৃতিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত করে দিতে চাইলেন লোবেরা(Serjio Lobera)। মূলত তাঁর কোচিংয়ে আইএসএলই শুধুমাত্র খেলবে মোহনবাগান দল। লিগ শুরু হতে এখন অনেক দেরি আছে, ফলে দলকে গুছিয়ে নেওয়ার কিছুটা সময় পাবেন তিনি।

প্রথম দিনের অনুশীলনে দেখা গেল কিছুটা ভিন্নধর্মী চিত্র। টিম হার্ডেল করে নয় করমর্দন করেই শুরু হল অনুশীলন। ফুটবলারদের সঙ্গে কোচ এবং সাপোর্ট স্টাফরা করমর্দন করলেন। বৃহস্পতিবার পুরো দমেই অনুশীলন হল। তবে অনুশীলনে এদের এলেও জ্বর হওয়ায় হোটেলেই ফিরে গেলেন আপুইয়া। অনুশীলনের মাঝে গোড়ালিতে হালকা চোট পেলে টম অলড্রেড। তবে তার চোট একটা গুরুতর নয়।

অনুশীলনের প্রথম দিনেই প্রত্যেক ফুটবলারের দিকে কড়া নজর ছিল লোবেরার। প্রথম দিনই ফুটবলারদের শক্তি এবং দুর্বলতা গুলি দেখে নিতে চাইলেন তিনি। দলকে একসূত্রে বাধাই এখন প্রধান চ্যালেঞ্জ লোবেরার।

এদিকে, ক্লাব জোটের তরফ থেকে চিঠি পাঠিয়েছেন মোহনবাগানের ডিরেক্টর বিনয় চোপড়া। সেই চিঠিতে আইএসএল আয়োজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অনুরোধ করা হয়েছে। সেই চিঠিতে ইস্টবেঙ্গল ছাড়া সই করেছে সব ক্লাবগুলো। সোমবার সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি জানাবে ক্লাব জোট।

 

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...
Exit mobile version