Monday, December 15, 2025

পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

Date:

রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট হয়েই পাশের ফ্ল্যাট থেকে পুলিশে খবর দিতেই হুলুস্থূল শুরু। হোটেলের পাশের বাড়ির এক মহিলার অভিযোগ পেয়ে পার্টি বন্ধ করতে সেখানে পৌঁছয় পুলিশ। সেই সময়ে পুলিশের ভয়ে পাইপ বেয়ে পালাতে যান পার্টিতে থাকা ২১ বছরের এক তরুণী। বারান্দায় গিয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন তিনি। হঠাৎ হাত ফসকে হোটেলের কম্পাউন্ডের লোহার গ্রিলের উপর পড়ে যান তিনি। তরুণীর হাত, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে কুন্ডালাহাল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি ICU-তে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর একটি হোটেলে রাতভর পার্টি চলছিল এবং জোর মিউজ়িক বাজছিল। তুমুল শোরগোল, চিৎকার-চেঁচামেচিতে বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ভোর ৫টা নাগাদ পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেন তারা। সেই অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছন HAL পুলিশ স্টেশনের অফিসাররা। হোটেলে তখন চারটি ছেলে এবং চারটি মেয়ে রুম বুক করে জমিয়ে পার্টি করছিলেন। পুলিশ সেখানে পৌঁছে তাঁদের তিরস্কার শুরু করলে পার্টিতে থাকা এক তরুণী ভয় পেয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন। সে সময়ে পড়ে গিয়ে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। আরও পড়ুন: বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

অন্যদিকে তরুণী ও তাঁর বন্ধুরা পুলিশের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ করেছেন। যদিও পুলিশের তরফে বলা হয়েছে তাদের পোশাকে ক্যামেরা লাগানো ছিল। ফুটেজে তরুণীর বন্ধুদের অভিযোগের সমর্থনে তেমন কিছুই নেই।

Related articles

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...

যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে...

পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত ৩ কন্যা

ভয়ানক ঘটনা নীতীশ কুমারের বিহারে (Bihar)! মুজফ্‌ফরপুরে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ ছেলেমেয়েদের ঘরে ডেকে এনে উঁচু...
Exit mobile version