দুর্গাপুরের ইস্পাত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে (SIR Controversy) ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতার নাম সুবর্ণা গুই সাহা (৩৭)। তিনি ডিভিসি কর্মী রনজিৎ গুইয়ের স্ত্রী। তাঁদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় সুবর্ণার বাবা-মায়ের নাম না থাকায় এবং এসআইআর চালুর পর নাগরিকত্ব সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। যদিও সুবর্ণার নিজের বৈধ ভোটার কার্ড ছিল।
ঘটনার পর মৃতার জামাই শিবশঙ্কর সাহা কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের ভোট রক্ষক মৈনক ভট্টাচার্য দাবি করেন, এসআইআরের জেরে নিরীহ মানুষ আতঙ্কিত হয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। আরও পড়ুন: ৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’
প্রসঙ্গত, মুর্শিদাবাদে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মুর্শিদাবরের সাহাজাদপুর গ্রামের ৭৫ বছরের জালাল উদ্দিন শেখ সরকারি কাগজে নিজের নামের পদবি ভুল থাকায় আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
–
–
–
–
–
–
–
