Monday, December 15, 2025

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

Date:

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই রাজধানীতে আসেন বিশ্ব ফুটবলের রাজপুত্র।  দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হল মেসির ইভেন্ট। শুরুতে মেসি অল ষ্টার একাদশ বনাম মেসি একাদশের একটি প্রদর্শনী ম্যাচ হল।

স্টেডিয়ামে প্রবেশ করলেন ফুটবলের রাজপুত্র। মেসিকে(Messi) সামনে দেখেই গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। মেসির সঙ্গে মাঠে প্রবেশ করলেন দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং ডি-পল। হায়দরাবাদ, মুম্বইয়ের চিত্রনাট্যই দেখা গেল দিল্লিতে। সেখানেও বাচ্চাদের সঙ্গে মজাদার ভাবেই বল পায়ে মাঠে নামলেন মেসি সুয়ারেজরা। এরপর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন এবং একের পর এক বল গ্যালারিতে পাঠালেন।।

না এখানেও ছিল না ছবি তোলার হুড়োহুড়ি বা অবাঞ্ছিতদের ভিড়। দর্শকদের  মেসিকে দেখতে কোনও অসুবিধা হল না। মাঠের মাঝখানেই মঞ্চ প্রস্তুত ছিল সেখানে উঠলেন মেসি সুয়ারেজরা। বেশ কিছুক্ষণ ধরে দর্শকদের উদ্দেশ্যে হাত নারলেন তাদের অভিবাদন গ্রহণ করলেন।

এরপর মঞ্চে একে একে প্রবেশ করলেন অতিথিরা। মেসি-সুয়ারেজ-দি পলদের হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সঙ্গে ক্রিকেটারদের সই করা একটি ব্যাট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ইভেন্টে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এক মঞ্চে দেখা গেল বাইচুং এবং মেসিকে। আর্জেন্টিনা অধিনায়কের হাতে উদ্বোধন হলো দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিটের। এরপর মাইক গেল মেসির হাতে, সেখানে তিনি বেশি আনন্দের সঙ্গেই জানালেন এখানে এসে তিনি কতটা খুশি, এবার দর্শকদেরই ভালোবাসা তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি।

বিমান বিভ্রাটের কারণে মেসির স্টেডিয়ামে আসতে ছিল দেরি হয়েছিল তাই বেশিক্ষণ মাঠে থাকলেন না কিন্তু তার মধ্যেই জনতার হৃদয় জিতে নিলেন মেসি। যেমন হাসিমুখে মাঠ ছাড়লেন তেমনই দর্শকরাও যেন সব পেয়েছির আনন্দে মাতোয়ারা হলেন।

চারটি শহরে গোট ইভেন্ট হল তার মধ্যে একমাত্র কলঙ্কিত হল কলকাতা, বাকি তিনটি শহর সাফল্যের সঙ্গেই ইভেন্ট সম্পন্ন করল।  সংবাদ সংস্থা এনআইএ সূত্রের খবর, আজ রাতে বনতারায় যেতে  পারেন মেসি এবং তাঁর সতীর্থরা।

Related articles

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...

যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে...
Exit mobile version