প্রায় তিন কোটির ক্ষতি: যুবভারতীর ক্ষতির ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থ মামলা

Date:

Share post:

ফুটবল সমর্থকদের ভাঙচুরের সাক্ষী আগেও থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে এবার নজিরবিহীন। গ্যালারিতে সিট ভাঙচুর থেকে ফেন্সিং (fencing) ভাঙচুরেই এবার আর ঘটনা আবদ্ধ নেই। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতেই দুদিন সময় লেগে যাচ্ছে পূর্ত দফতরের (PWD)। আনুমানিক ক্ষতি তিন কোটির। এবার যুবভারতীর এই ক্ষতির টাকা ফেরতের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা।

যুবভারতীতে বেসরকারি সংস্থার উদ্যোগে মেসি (Lionel Messi) বরণের অনুষ্ঠানে নজির বিহীন গণ্ডগোলের পরে বাংলার মুখে আরও কালি লেপতে উঠে পড়ে লেগেছে রাম-বাম। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়েরের আবেদন করেছেন বিরোধী দলনেতা (LoP) ও সিপিআইএমের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। স্বভাবতই বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির বিরোধিতা করে মামলা করেছেন। রাম-বাম দুটি পৃথক মামলা দায়ের করেছে হাই কোর্টে।

আরও পড়ুন : যুবভারতী গর্বই দিয়েছে, আজ লজ্জিত করার ছক কাদের?

তবে যুবভারতীর শনিবারের ঘটনায় গোল পোস্ট ভেঙে, জাল পর্যন্ত ছিঁড়ে ফুটবলপ্রেমীরা নিজেদের কলঙ্ক সংগ্রহ করেছেন। মাঠ থেকে যুবভারতীর শৌচাগার পর্যন্ত বিশৃঙ্খার চিহ্ন। যার দরুণ ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি হতে পারে। এবার আইনজীবী মৈনাল ঘোষাল সেই ক্ষতির অঙ্ক নিয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। ক্ষতিপূরণ দিয়ে যুবভারতীর (Yuba Bharati) হাল ফেরানোর দাবি জানিয়েছেন তিনি। আয়োজক সংস্থাকেই সেই টাকা দিতে হবে, দাবি করেছেন আইনজীবী। সেই সঙ্গে দর্শকদের টাকা ফেরতেরও দাবি রয়েছে। সেই সঙ্গে আয়োজক সংস্থার বিরুদ্ধে ইডি (ED) তদন্তেরও দাবি রয়েছে এই মামলায়।

spot_img

Related articles

বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

দিন দিন অবস্থার অবনতি রাজধানী দিল্লিতে। এবার সেই দূষণে আন্তর্জাতিক লজ্জার মুখে পড়তে হল গোটা দেশকে। একদিকে লিওনেল...

ভাইয়ের খুনের বদলা? তৃণমূল নেতার ভাইকে কুপিয়ে হত্যা

ভাইয়ের খুনের বদলা অভিযুক্তকে খুন (Revenge Killing) করে! ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে ফরাক্কা থানার এনটিপিসির কেন্দুয়া অ্যাশপন্ডে। মৃত...

শুভশ্রীকে কুরুচিকর ট্রোল! থানায় অভিযোগ দায়ের রাজের

দোষের মধ্যে একটাই, মেসির সাথে ছবি তোলা। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে শুভশ্রীকে নিয়ে।...

কোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

একশো দিনের কাজের নাম বদলের অপচেষ্টা বেশ কয়েকদিন ধরে করে চলেছে বিজেপি। আর এবার সমস্ত লজ্জা শরমের মাথা...