Wednesday, January 28, 2026

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেলেন মোদি

Date:

Share post:

ইথিওপিয়ায় সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। দুই দেশের সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’তে (the great honour nishan of ethiopia) ভূষিত করা হয়েছে বলে জানা গেছে। সম্মাননা গ্রহণ করে তা দেশবাসীকে উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষে আবি আহমেদের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফেও।

বিদেশ সফরে ইথিওপিয়াতে রয়েছেন মোদি। চলতি বছরে এটা তাঁর তৃতীয় আফ্রিকা সফর। প্রথমে গিয়েছিলেন জর্ডানে, সেখান থেকে ইথিওপিয়া। তবে এই প্রথমবার মোদির  ইথিওপিয়া সফর। এরপর সেখান থেকে তিনি যাবেন ওমান। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে আফ্রিকার গুরুত্ব বাড়ছে, সেই বিচারে প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক বহুদিনের। তবে বিগত ১৫ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী ইথিওপিয়া সফরে যাননি। সেখানে একদল ইথিওপিয়ান সঙ্গীতশিল্পী ভারতের প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় গেয়েছেন ‘বন্দে মাতরম’। এরপর পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।’ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নেওয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের।একশো বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।’

 

spot_img

Related articles

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...

অজিত পাওয়ারের দুর্ঘটনায় মৃত্যু: দুই প্রান্তে মমতা-শারদ, দেবেন্দ্র

একটি অস্বাভাবিক মৃত্যু। তাকে ঘিরে রাজনীতি মৃত্যুর দিন থেকেই। বিরোধীদের আশঙ্কা, দুর্ঘটনা নয়। নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা।...

২০ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’-র টাকা, সিঙ্গুর থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের গ্রামীণ আবাসন প্রকল্পে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...