Friday, December 19, 2025

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, এই বরাদ্দের মধ্যে ১৩৮ কোটি টাকা আসছে কেন্দ্রীয় সরকারের তরফে ও বাকি ৯২ কোটি টাকা দেওয়া হবে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে। গ্রামীণ নিকাশি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই অতিরিক্ত অর্থ বরাদ্দ বলে প্রশাসনিক মহল সূত্র খবর।

নবান্ন সূত্রে খবর, প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের কারণেই চলতি অর্থবর্ষে এই নিয়ে চতুর্থবার অর্থ বরাদ্দ পেল পশ্চিমবঙ্গ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা এবং কেন্দ্রের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করায় রাজ্য বারবার অতিরিক্ত বরাদ্দের ছাড়পত্র পাচ্ছে বলে জানা যাচ্ছে। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই এই খাতে খরচের জন্য ১২৪ কোটি টাকা ধার্য করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, এবারে যে ২৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার অন্তত ৭৫ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে খরচ করতে পারলে চলতি অর্থবর্ষেই আরও ২৩২ কোটি টাকা অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বজায় রাখাই এখন পঞ্চায়েত দপ্তরের প্রধান লক্ষ্য। জেলা ও ব্লক স্তরে কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সময়সীমা মেনে খরচের শর্ত পূরণ করা যায়।

স্বচ্ছ ভারত মিশনের (Swachh Bharat Mission) আওতায় গ্রামে গ্রামে শৌচালয় নির্মাণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামগুলিকে সম্পূর্ণভাবে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের এক কর্তার কথায়, “রাজ্য যে ভাবে কাজ করছে, তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। অতিরিক্ত বরাদ্দ পেলে গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতার পরিকাঠামো আরও মজবুত হবে।”

প্রশাসনিক মহলের মতে, কেন্দ্রীয় বরাদ্দের পাশাপাশি রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা স্বচ্ছ ভারত মিশনের প্রতি রাজ্যের অঙ্গীকারকেই স্পষ্ট করে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা গেলে চলতি অর্থবর্ষে আরও এক দফা বড় অঙ্কের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার পথ প্রশস্ত হবে বলেই মনে করছে নবান্ন।

spot_img

Related articles

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...