মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের কিছুক্ষণ পর রানওয়েতে ফিরে এসে অবতরণের সময় আশঙ্কা বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমান। মৃতের সংখ্যা অন্তত ৭। দুর্ঘটনায় স্ত্রী ( ক্রিস্টিনা) ও দুই পুত্রসহ প্রাণ হারিয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল (Retired NASCAR driver Greg Biffle)। কী কারণে প্রাইভেট জেট ভেঙ্গে পড়ল তার তদন্ত শুরু হয়েছে।
স্টেটসভিল বিমানবন্দর থেকে প্রাইভেট বিমানটি (The Cessna C550) বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট নাগাদ রওনা দেয়। কিন্তু উড়ানের কিছুক্ষনের মধ্যেই সেটি ফিরে আসে।সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারপাশ পুরো কেঁপে ওঠে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিমানবন্দরের কর্মী ও পুলিশ – দমকল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কাজ। প্রাইভেট জেটটিতে মোট সাত জন যাত্রী ছিলেন, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

–

–

–

–

–

–

–

–


