ওসমান হাদির মৃত্যুর রেশ এখনও কাটেনি, এর মধ্যেই বাংলাদেশে (Bangladesh) গুলিবিদ্ধ হলেন আর এক ছাত্রনেতা। নেতার নাম মোতালেব শিকদার( ৪২)। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনর। সোমবার ঘটনাটি ঘটেছে খুলনার সোনাডাঙা একালায়। এই এলাকাতেই কয়েকদিন পরেই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখার মিছিল হওয়ার কথা আছে। ঘটনার দিন মিছিলের দায়িত্বে ছিলেন তিনি। সেখানেই বেলা ১২টা নাগাদ দুষ্কৃতির গুলিতে আহত হন তিনি। মোতালেবের মাথার বাঁদিকে এসে বিঁধেছে গুলিটা। সঙ্গে সঙ্গে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার থেকে গুলি বের করা হয়েছে।

দিন কয়েক আগে ঠিক একইভাবে গুলি করা হয় ওসমান হাদিকে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসলে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। গত শনিবার ওসমান হাদিকে সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশের কবরস্থানে। যা কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায়। তাঁর শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। আরও পড়ুন: হাদি হত্যার মূল্য ১২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ তসলিমার

–

–

–

–

–

–

–


