পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) কার্যক্রম চালুর দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

সোমবার আদালতের উল্লেখ পর্বে এই মামলা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়। এ প্রেক্ষিতে আদালত মামলাটি গ্রহণ করে। হাই কোর্টের শীতকালীন বিরতির পর এই মামলার শুনানি হতে পারে বলে আশা করা যাচ্ছে।

মামলার বিষয়ে শমীক ভট্টাচার্য জানান, “জনকল্যাণমূলক একটি কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত। কিন্তু এটি পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে না। এই প্রকল্প কার্যকর হলে প্রান্তিক মানুষ উপকৃত হবেন।” তিনি আরও বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। দিল্লি সরকারও প্রথমে এটি গ্রহণ করেনি। এ নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা চলছিল। সেখানকার পর্যবেক্ষণে প্রকল্পটি গ্রহণের পক্ষে সুপারিশ করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমরা কলকাতা হাই কোর্টেও মামলা করতে বাধ্য হয়েছি।” প্রসঙ্গত, আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মূলত দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার বিস্তারের জন্য সরকার কর্তৃক চালু করা হয়েছে।
আরও পড়ুন – দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন

_

_

_

_

_

_
_


