Wednesday, December 24, 2025

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

Date:

Share post:

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার অবশেষে ফের খুলল আদালতের নির্দেশে। প্রায় ১৬ দিন বন্ধ থাকার পর বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে পুরনো ছন্দে ফিরল এই জনপ্রিয় আড্ডাস্থল।

গত ৮ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ আবগারি দফতরের আধিকারিকরা গ্লেনারিজে হানা দেন। অভিযোগ ওঠে, বারে গায়ক পরিবেশনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। সেই অভিযোগের ভিত্তিতে বার এবং মদের স্টোররুম সিল করে দেওয়া হয়। তখনই জানানো হয়েছিল, নিয়মভঙ্গের কারণে অন্তত ৯০ দিনের জন্য বার বন্ধ রাখা হবে। বড়দিন ও নতুন বছরের ঠিক আগে এই ঘটনায় হতাশ হয়ে পড়েন পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্লেনারিজ কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ পর্যটন মরশুমের কথা মাথায় রেখে বার বন্ধ রাখার উপর স্থগিতাদেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল ৫টা ১৫ মিনিট থেকে আগামী ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত গ্লেনারিজের বার খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর বুধবার বিকেল ৫টার কিছু পরে দার্জিলিংয়ের আবগারি দফতরের আধিকারিকরা এসে গ্লেনারিজ খোলার অনুমতি দেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ডস সহ কর্মীরা। এই খবরে খুশির হাওয়া বইছে দার্জিলিংয়ের ম্যাল চত্বরে। কনকনে ঠান্ডার মধ্যে গ্লেনারিজে ফের সেই চেনা আমেজ ফিরে আসায় আনন্দিত পর্যটকেরা। পাশাপাশি, পর্যটন মরশুমের উপর যাঁদের জীবিকা নির্ভর, সেই স্থানীয় ব্যবসায়ীদের মুখেও ফিরেছে হাসি।

আরও পড়ুন – এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...