শ্রী গুরু গোবিন্দ সিং জীর প্রকাশ পুরবে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,”জো বোলে সো নিহাল, সত শ্রী আকাল
শ্রী গুরু গোবিন্দ সিং জির প্রকাশ পর্ব উপলক্ষ্যে, তাঁর সাহস ও ত্যাগের শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক।এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের সরকার এই পবিত্র দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি আংশিক ছুটি ঘোষণা করেছে।”

শ্রী গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম ও শেষ মানব গুরু। তিনি ১৬৬৬ সালে পাটনায় জন্মগ্রহণ করেন। শিখদের একজন যোদ্ধা, কবি ও দার্শনিক নেতা হিসেবে পরিচিত তিনি। তিনি খালসা প্রতিষ্ঠা, “পঞ্চ K”-এর প্রবর্তন এবং শিখ ধর্মকে একটি সামরিক সম্প্রদায়ে রূপান্তরিত করার জন্য বিখ্যাত, যিনি ন্যায় ও সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত।

Jo Bole So Nihaal, Sat Sri Akal
On the auspicious occasion of the Prakash Purab of Shri Guru Gobind Singh Ji, may his teachings of courage and sacrifice inspire us all.
It is our pride that our government has declared a sectional holiday for the state government employees on…
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2025
–
–

–

–

–

–

–

–


