বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ মানুষকে নিয়ে মিথ্যাচার করতে তাঁর একবারও দ্বিধা হয়নি। তবে এবার বর্তমান রাজ্যের সরকারের যে জনকল্যাণমুখী প্রকল্প গোটা দেশে বাংলাকে এক অনন্য ভূমিকায় দাঁড় করিয়েছে, সেই প্রকল্প নিয়েও মিথ্যাচার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)! ঝাড়গ্রামে বক্তৃতা দিতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে শুভেন্দুর দাবি, এই প্রকল্প বিজেপি থেকে চুরি করা!

২০২১ সালে রাজের সাধারণ গৃহবধূদের আর্থিক স্বচ্ছলতার মুখ দেখাতে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও কেন্দ্র সরকারের উমং পোর্টালে (UMANG portal) ২০২১ সালে বাংলায় চালু হওয়া এই প্রকল্পকে ফ্ল্যাগশিপ (flagship) প্রকল্প হিসাবেই দেখানো রয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রীর অনুকরণে ২০২৩ সালে প্রথম বিজেপি শাসিত মধ্যপ্রদেশ (Madhyapradesh) লক্ষ্মীর ভান্ডার-এর মতো একই রকম একটি প্রকল্প চালু করে। যদিও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) আমলে শুরু হওয়া ‘মুখ্যমন্ত্রী লাডলি বেহনা যোজনা’য় সেইসব মহিলারা সুযোগ পাবেন না যাদের পরিবারের সরকারি কর্মচারী বা বার্ষিক আড়াই লক্ষ টাকা রোজগেরে ব্যক্তি রয়েছেন। মধ্যপ্রদেশের গোটা প্রকল্পটির বর্ণনাও কেন্দ্র সরকারের উমং পোর্টালে (UMANG portal) উজ্জ্বল।
এতকিছুর পরেও রাজ্যের বিরোধী দলনেতা তাঁর সীমিত জ্ঞানে বলে বসলেন, এই প্রকল্প বিজেপি রাজ্যে প্রথম চালু হয়েছিল। ঝাড়গ্রামের জনসভা থেকে তিনি দাবি করেন, আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি কে এনেছিল? মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। লাডলি বেহিন। মহিলাদের জন্য মাসে দেড় হাজার টাকা।

আরও পড়ুন : বিজেপি-শাসিত ওড়িশায় ফের বাংলা বলায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক

আদতে মধ্যপ্রদেশের পর একে একে একাধিক বিজেপি এবং অবিজেপি রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে। শুভেন্দু নিজের বক্তৃতায় ওড়িশা, অসমের মতো বিজেপি রাজ্যগুলিতে লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার ঘোষণা করেন। আদতে সবই যে সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনুকরণ করে, তা স্বীকার করতে এত কষ্ট বিরোধী দলনেতার যে সাধারণ মানুষের সামনে শেষ পর্যন্ত মিথ্যে বলতে হল তাকে।

–

–

–

–


