SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই কোটির বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। বাংলার তুলনায় শতাংশের বিচারে অনেক বেশি ভোটারের নাম বাদ পড়ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই। গুজরাট ও ছত্তিশগড়ের পর এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশও।

নির্বাচন কমিশন একযোগে মোট ১২টি রাজ্যে SIR প্রক্রিয়া শুরু করেছিল। প্রায় সব রাজ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও উত্তরপ্রদেশে এখনও তা প্রকাশ পায়নি। দু’দফায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, বছরের শেষ দিনেই যোগীরাজ্যের খসড়া তালিকা প্রকাশ হবে। তবে শুক্রবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল।

এনুমারেশন ফর্ম জমা সংক্রান্ত যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা যথেষ্ট চমকপ্রদ। রাজ্যের মোট সাড়ে ১৫ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩ কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে বলে আশঙ্কা। হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশে আনকালেক্টেড ফর্মের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে ১ কোটি ২৬ লক্ষ ভোটার স্থানান্তরিত, ৪৬ লক্ষ মৃত, ২৩ লক্ষ ৭০ হাজার ভুয়ো বা ডুপ্লিকেট, ৮৩ লক্ষ নিখোঁজ এবং ৯ লক্ষের কিছু বেশি ভোটারের তথ্য রয়েছে।
এই বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়লে রাজনৈতিক ভাবে অস্বস্তিতে পড়তে পারে বিজেপিই। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই স্বীকার করেছিলেন, যাঁদের নাম বাদ পড়তে চলেছে, তাঁদের বড় অংশই বিজেপির সমর্থক ভোটার। এত বিপুল সংখ্যায় নাম বাদ না পড়ে, সে জন্য দলীয় কর্মীদের নির্দেশও দিয়েছিলেন তিনি। তবে তাতেও বিশেষ ফল মিলেনি। শুধু আনকালেক্টেড ফর্মের সংখ্যাই প্রায় ৩ কোটির কাছাকাছি, ফলে এই সংখ্যক ভোটার বাদ পড়া কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ভবিষ্যতে সংখ্যাটি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা।

এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর দাবি, উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ৬০ হাজার করে ভোট কমছে বিজেপির। অখিলেশের কথায়, যে ভোটগুলি বাদ পড়ছে, তার বেশিরভাগই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘নিজের পকেট ভোট’। দেশের অন্যান্য অনেক রাজ্যে যেখানে SIR নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী দলগুলি, সেখানে উত্তরপ্রদেশে এই প্রক্রিয়া ঘিরে সবচেয়ে বেশি চাপে বিজেপি। রাজনৈতিক মহলে এই উল্টো চিত্র যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

_

_

_

_
_


