৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর আমলের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল, আছে থাকবে। তবে রাজনীতি-কূটনীতি বাইরে খেলার মাঠে রয়েছে গভীর প্রভাব। তাঁর আমলে দেশের খেলাধুলার উন্নয়ন ঘটেছে, বিশেষ করে ক্রিকেটে। একইসঙ্গে তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

খালেদার বড় ছেলে তারেক রহমান রাজনীতিতে এসেছেন। কিন্ত কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো প্রচারের আলো থেকে দূরে থাকেন। কিন্তু তিনি একজন ক্রীড়াপ্রেমী। ডিওএইচএস স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান হিসাবে ক্রিকেট প্রশাসনের কাজ শুরু করেন কোক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে ডিওএইচএস স্পোর্টস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

খালেদা জিয়ার আমলেই বাংলাদেশের ক্রিকেটে(Bangladesh Cricket) উন্নয়ন শুরু হয়। তাঁর আমলেই ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের জোর দেওয়া হয়। খালেদা জিয়ার আমলেই সে দেশের ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কোকো। বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু করেন কোকো। উন্নতমানের বোলিং মেশিন থেকে শুরু অত্যাধুনিক পরিকাঠামো আনা হয়।
খালেদার (Khaleda Zia) সময়েই ২০০৪ সালে যুব বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। মিরপুর স্টেজিয়ামের আধুনিকীকরণের কাজ শুরু হয়। ২০১১ সালে বিশ্বকাপ আয়োজনের নীল নকশা তৈরি হয় কোকোর সময়েই।

বয়স ভিত্তিক টুর্মামেন্ট শুরু হওয়ার পরই তামিক ইকবাল, শাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটারদের উত্থান হয়। এশিয়ার তথা শক্তিশালী দল হিসাবে বাংলাদেশের উত্থান হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শোক প্রকাশ করে মঙ্গলবার বাংলাদেশের প্রিমিয়ার লিগে সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

–

–

–

–



