Saturday, January 3, 2026

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

Date:

Share post:

শেষ পর্যন্ত মৃত্যু হল বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসের। ছুরি দিয়ে কুপিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ফের একবার বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল যে ঘটনায়, এখনও পর্যন্ত সেই ঘটনায় কোনও গ্রেফতারি করতে পারেনি বাংলাদেশ পুলিশ-প্রশাসন। সেই ঘটনায় আক্রান্ত খোকন দাসের মৃত্যু হল শনিবার সকালে ঢাকার (Dhaka) হাসপাতালে।

গত বুধবার সন্ধ্যায় ঢাকার শরিয়ৎপুর এলাকায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সোহাগ খান, রাব্বি মোল্লা, পলাশ সরদার নামে তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। খোকনকে ঢাকা মেডিক্যাল কলেজে (Dhaka Medical College) ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শরীরে পোড়ার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়। তা সত্ত্বেও তাঁর জীবন সংশয়ের কথা জানানো হয়েছিল মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের তরফে।

শনিবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় খোকন দাসের। এই মৃত্যুতে নতুন করে প্রশ্ন তৈরি হল বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা ও সংখ্যালঘুদের ইউনূস (Mohammed Yunus) সরকারের রক্ষা করার দাবি ঘিরে। ইতিমধ্যেই এই ইস্যুকে তুলে ধরে সুর চড়ানো শুরু করেছে বিএনপি (BNP)। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান (Tarique Rahman)। এমনকি ঢাকা মেডিক্যাল কলেজে বার্ন ইউনিটে যখন শয্যা পাচ্ছিলেন না খোকন, তখন শয্যার ব্যবস্থাও করে দেন তারিকের প্রতিনিধি। কার্যত স্পষ্ট, রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুকে বিএনপি আসন্ন নির্বাচনে ইস্য়ু হিসাবে তুলে ধরে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখতে চাইছে।

আরও পড়ুন : নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

যদিও বাংলাদেশের পুলিশের ব্যর্থতা ফের একবার এই ঘটনায় প্রকট হয়ে উঠেছে। শনিবার খোকন দাসের মৃত্যুর কথা জানায় ঢাকা পুলিশ। সেই সঙ্গে দাবি করা হয়, ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কিন্তু বুধবার রাতে খুনের চেষ্টার ঘটনা, বৃহস্পতিবার অভিযোগ দায়ের হওয়ার পরও শনিবার পর্যন্ত আততায়ীদের একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেখানেই প্রশ্ন তোলা হচ্ছে বাংলাদেশ প্রশাসনের সদিচ্ছার উপর।

spot_img

Related articles

রেশন দোকানে নজরদারি জোরদার রাজ্যের! জেলা স্তরে বিশেষ ইনস্পেকশন 

নতুন বছরের শুরুতেই রাজ্যের গণবণ্টন ব্যবস্থায় নজরদারি আরও কঠোর করতে উদ্যোগী হল খাদ্য দফতর। রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও...

ভোটার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগ! ‘ইসিআই নেট’ অ্যাপ ঢেলে সাজাচ্ছে কমিশন

ভোটার পরিষেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ‘ইসিআই নেট’ অ্যাপকে নতুন রূপে সাজাচ্ছে নির্বাচন কমিশন। তার...

পরিবেশবান্ধব পরিবহণে জোর রাজ্যের! বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ইভি চার্জিং স্টেশন

পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাকে উৎসাহ দিতে কলকাতায় বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। সায়েন্স সিটির উল্টো দিকে...

ভোটের আগে আইনশৃঙ্খলায় কড়া নজর! সাপ্তাহিক রিপোর্ট চাইল কমিশন

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আগাম ও কড়া নজর রাখতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। সোমবার থেকে রাজ্যের প্রতিটি জেলা...