Monday, January 5, 2026

গোয়ায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক! দিলেন আর্থিক সাহায্য

Date:

Share post:

গোয়ায় কাজ করতে গিয়ে পুলিশ হেফাজতে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ রামকৃষ্ণপল্লির বাসিন্দা দেবানন্দ সানার। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে শুধু মৃতের পরিবারেই নয়, গোটা এলাকাজুড়ে। শুক্রবার স্থানীয় বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান। তিনি দেবানন্দের মা ও দিদির সঙ্গে কথা বলেন এবং আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি দলগত ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিধায়ক।

বিধায়ক জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবেন বলে তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। দেবানন্দের পরিবারের একটাই আবেদন—মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং ছেলের মৃত্যুর ন্যায়বিচার।

পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন মৃতের স্বজনেরা। তাঁদের দাবি, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কীভাবে পুলিশ হেফাজতে একজন শ্রমিকের মৃত্যু হল, তার প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন।

জানা গিয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতা-কর্মীদের সহায়তায় শুক্রবার দেবানন্দ সানার কফিনবন্দি দেহ তাঁর বাড়িতে এসে পৌঁছয়। শেষবারের মতো প্রিয়জনকে দেখার জন্য ভিড় জমান প্রতিবেশী ও পরিচিতরা। এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ।

এই ঘটনায় ক্ষোভ ও প্রশ্ন উঠছে স্থানীয় মানুষদের মধ্যেও। তাঁদের মতে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এখন দেবানন্দের পরিবারের অপেক্ষা—ন্যায়বিচার এবং ছেলের মৃত্যুর সঠিক তদন্ত।

আরও পড়ুন – মেলালেন তিনি মেলালেন: কল্য়াণের সামনে হাতে হাত রচনা-অসিতের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পুত্রসন্তানের জন্মে সোনালিকে শুভেচ্ছা, ফুল-মিষ্টি পাঠাবেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন পুত্র সন্তানের জন্ম দেওয়ায় তিনি সোনালিকে ফুল...

সাতগাছিয়ায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন অভিষেকের, আপ্লুত স্থানীয়রা

নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

T20 WC: মোটা অঙ্কের ক্ষতির সম্ভাবনা ভারতের, নির্বাসিত হবে বাংলাদেশ?

মাত্র এক মাস পর টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছে বাংলাদেশ...

ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সঙ্ঘ জানাল, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

৪০ বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে- সোমবার, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে...