দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেল থেকে নৈশভোজ সেরে বেরিয়েছিলেন তাঁরা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতিতে থাকা বাইক তাঁদের ধাক্কা মারে। আহত হন আশিস, তাঁর স্ত্রী এবং বাইক চালক।

গীতানগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। বাইক চালক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসা চলছে আশিস এবং তাঁর স্ত্রীরও। শনিবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম থেকে লাইভে এসে দুর্ঘটনার কথা জানান।

আশিস বলেন, “বিভিন্ন খবর রটছে, তাই নিজেই সত্যিটা জানাই। গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমি একদম ঠিক আছি, কথা বলতে ও হাঁটতে পারছি। সামান্য চোট লেগেছে মাত্র। তবে সাবধানতা বজায় রাখতে রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।” অহেতুক আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়ে আশিস বলেন, “বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত কিছু করার প্রয়োজন নেই। আমরা ভালো আছি। অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা আমরা যত্নে আছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন- শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ

_

_

_

_

_

_
_


