২২ গজে ফের ভারত বিদ্বেষ বাংলাদেশের। মুস্তাফিজুর ইস্যুর প্রভাব পড়ল বিশ্বকাপেও (T20 World Cup)। সরকারের চাপে ফের সিদ্ধান্ত বদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত , ইউনুস সরকারের চাপে আইসিসিকে(ICC) ই-মেল বিসিবির। সরকারী চাপে এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের উপর চাপ বাড়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)।

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই নতুন করে ভারত বিদ্বেষ শুরু করেছে বাংলাদেশে। কূটনৈতিক বিষয়কে ক্রিকেটের মধ্যে টেনে আনার রীতি চালু করেছে পাকিস্তান। সেই একই পথ অবলম্বন করল বাংলাদেশও। ইউনূস সরকারের চাপে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিল বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচে সরানোর দাবি তোলে প্রাথমিকভাবে। কিন্তু শনিবার রাতে পদ্মাপারের ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীন বৈঠকে সুর নরম করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসিতে লেখা চিঠিতে ম্যাচ সরানোর কোন কথা বলা হবে না সিদ্ধান্ত হয়।
কিন্তু ইউনূস সরকারের চাপেই সুর বদল করতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।কিন্তু রবিবার সকালে পরিস্থিতি বদলে যায়। সূত্রের খবর, সরকারের শীর্ষস্তর থেকে বোর্ডকর্তাদের সাফ বলে দেওয়া হয়, শুধু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়। ভারত থেকে ম্যাচ সরানোরই দাবি জানাতে হবে বিসিবিকে। আর কোনও বিকল্প নেই। সরাসরি সরকারের শীর্ষস্তর থেকে চাপ আসায় আইসিসিকে ইমেল করে বিসিবি। যদিও বোর্ড কর্তারা নিজেরাও জানেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য আত্মঘাতী হতে পারে।

বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”

কিন্তু আইসিসির শীর্ষে আছেন জয় শাহ। ফলে তাদের আবেদন যে মান্যতা পাবে না তা বিলঙ্খন জানেন পদ্মপারের ক্রিকেট কর্তারা। বাংলাদেশের বিকল্প দল নিয়ে বিশ্বকাপ হল বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এক মাস আগে ম্যাচ অন্যত্র সরানো কার্যত অসম্ভব। হোটেল থেকে বিমান সব বুকিং হয়ে গিয়েছে। একটা দলের নয় বাংলাদেশের আবেদন মানলে গোটা গ্রুপের সব খেলাই পরিবর্তন করতে হবে। যা অসম্ভব।

পরিস্থিতি যা তাতে হয় বাংলাদেশকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ স্বীকার করতে হবে না হলে নিজেদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যেতে হবে।

–

–

–


