লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। এবার বিতর্কের কেন্দ্রে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দলীয় এক সভা থেকে কোচবিহারের শুকটাবাড়ি এলাকাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে জেলাজুড়ে নিন্দার ঝড়। নিশীথের এই মন্তব্যের প্রতিবাদ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।

বিজেপির ওই সভা থেকে নিশীথ প্রামাণিক দাবি করেছিলেন, কোচবিহারের বুকেও বাংলাদেশ রয়েছে এবং সেটি হল শুকটাবাড়ি। এই মন্তব্য চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে জাতীয় পতাকা হাতে নিয়ে শুকটাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, শান্ত এলাকায় অশান্তি ছড়াতেই এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন বিজেপি নেতা। বিক্ষোভকারীদের দাবি, নিশীথ প্রামাণিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিশীথের মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তা অত্যন্ত অপমানজনক। উনি ওই এলাকার মানুষকে সরাসরি অপমান করেছেন। উদয়নবাবুর সাফ কথা, এরপর নিশীথ প্রামাণিক যদি শুকটাবাড়ির ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তবে এলাকার সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলারা মিলে যেন তাঁকে রুখে দেন। প্রতিবাদের মাধ্যমেই এই ধরনের নেতাদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী। তৃণমূলের অভিযোগ, ভোটব্যাঙ্কের মেরুকরণ করতেই বিজেপি এই বিভেদের রাজনীতি শুরু করেছে।
আরও পড়ুন- কেন্দ্রের কুৎসা-বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার শপথ সরকারি কর্মীদের
_
_
_

_
_

_
_



