Sunday, January 25, 2026

শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ

Date:

Share post:

শিক্ষা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেলেন সাতীকান্ত গুহ ফাউন্ডেশনের সভাপতি ইন্দ্রনাথ গুহ। লন্ডনভিত্তিক এনআরআই সামাজিক সংগঠন হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর পক্ষ থেকে তাঁকে প্রদান করা হল ‘গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ড’। শনিবার পয়েন্টার্স বিজনেস ফোরাম (পিবিএফ)-এর এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

পিবিএফ-এর তরফে জানানো হয়, দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট থেকে গার্ডেন হাই পর্যন্ত তাঁর দীর্ঘ শিক্ষাযাত্রা, মেধা বিকাশে তাঁর অবদান এবং শিক্ষা-নির্ভর জীবন রূপান্তরের অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। কয়েক দশক ধরে অসংখ্য শিক্ষার্থীর পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন ইন্দ্রনাথ গুহ। তাঁর ছাত্রছাত্রীরাই আজ দেশ-বিদেশে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হয়ে উঠেছেন বলে জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা ও পয়েন্টার্স বিজনেস ফোরামের ভাইস চেয়ারম্যান অনির্বাণ কুমার মুখোপাধ্যায়, পিবিএফ-এর চেয়ারম্যান অতীন দত্ত, ডিরেক্টর কনভেনর অর্ণব বসু এবং গ্লোবাল কানেক্টের প্যাট্রন জয়ন্ত কুমার সাহা। তাঁদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন ইন্দ্রনাথ গুহ। বক্তব্যে পয়েন্টার্স বিজনেস ফোরামের নেতৃত্ব বলেন, এই সম্মাননা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং শিক্ষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করার এক ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেয়। তরুণ মেধায় বিনিয়োগই যে ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি, ইন্দ্রনাথ গুহ তার জীবন্ত উদাহরণ। শিক্ষা ও মূল্যবোধের আলো সীমান্ত ও প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় ইন্দ্রনাথ গুহর অবদান আগামী দিনেও সমাজকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- শুকটাবাড়ি বাংলাদেশ! নিশীথের মন্তব্যে উত্তেজনা কোচবিহারে, গ্রেফতারের দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটাধিকার রক্ষায় জাতীয় ভোটার দিবসে রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের 

এসআইআরের আড়ালে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে পথে নামল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

SIR আতঙ্কে ফের রাজ্যে চার মৃত্যু

রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে এখনও আতঙ্কের শেষ নেই(SIR harassment)। একের পর এক আতঙ্কে প্রাণ...

হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্তার অভিযোগ! যোগীরাজ্যে রেস্তোরাঁর তিনতলা থেকে ঝাঁপ যুবক-যুবতীর 

যোগীরাজ্যের নগ্ন রূপ প্রকাশ্যে! হিন্দুত্ববাদের নামে চলছে গুণ্ডাগিরি। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার কান্ত পুলিশ থানা এলাকার অন্তর্গত বেরিলি মোড়...

কমিশনার থেকে কনস্টেবল: রাষ্ট্রপতি সম্মান রাজ্যের ২২ পুলিশ আধিকারিককে

রাষ্ট্রের রক্ষায় ও অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি সম্মানে (President...