শনিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘরোয়া লাগাতার ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে প্রত্যাবর্তন হল না মহম্মদ শামির(Md. Shami)। ব্রাত্য থাকলেন হার্দিক পাণ্ডিয়াও। ফলে গম্ভীরের দল নিয়ে উঠছে প্রশ্ন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলে ব্রাত্য শামি(Md. Shami)। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামিই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। চোট কাটিয়ে দুকন্ত প্রত্যাবর্তন করেছেন শামি। শামির সাম্প্রতিক পারফরম্যান্স বেশ চমকপ্রদ। গত রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তিনি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৭ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি। এছাড়াও চলতি বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচেquestion arrise উইকেট নিয়েছেন।

কিন্তু নির্বাচকদের যেন কিছুই দেখছেন না। প্রশ্ন উঠছে দল আদৌও নির্বাচকরা বাছেন তো নাকি গম্ভীরের পছন্দের ক্রিকেটারদের নামের তলায় সিলমোহর দিয়ে দেন।
বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, একজন খেলোয়াড় আর কী করতে পারে? তাকে আর কত উইকেট নিতে হবে? এর স্পষ্ট অর্থ হলো তারা তাকে ওয়ানডে দলে চায় না। শামির মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে।’ দল নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও।

শুধু শামি নয় প্রশ্ন হার্দিককে নিয়েও। বিজয় হাজারেতে দুরন্ত খেলেও একদিনের দলে ব্রাত্যই থাকলেন পাণ্ডিয়া।

–

–

–

–



