নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) কোনও ভাবেই SIR এর শুনানিতে হাজির হতে হবে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কটাক্ষের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন জানাল, অমর্ত্য সেনকে কোনও ভাবেই শুনানিতে হাজির হতে হবে না।

নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য, অমর্ত্য সেনের নাম সংক্রান্ত যে বিভ্রান্তির কথা উঠে এসেছে, তা নিছকই বানানজনিত ও প্রযুক্তিগত ত্রুটি। ভোটার তালিকায় এই ধরনের ছোটখাটো তথ্যগত ভুল সংশোধনের ক্ষমতা আগেই বুথ লেভেল অফিসারদের (বিএলও) হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট বিএলও প্রশাসনিক স্তরেই বিষয়টি মিটিয়ে দেবেন। শুনানির প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, অমর্ত্য সেনকে শুনানিতে ডাকার খবরে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্ন তুলে তিনি কটাক্ষ করেন, নোবেলজয়ীকেও যদি শুনানিতে ডাকতে হয়, তবে সাধারণ মানুষের কী অবস্থা হবে। তাঁর এই মন্তব্যের পরই কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র আকার নেয়।
কমিশনের সাফাই, নামের বানান বা অনুরূপ তথ্যগত ত্রুটিকে ভোটারের যোগ্যতার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। এই ধরনের ক্ষেত্রে এসআইআর-এর শুনানি প্রক্রিয়া প্রযোজ্য নয় বলেই স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন – ভোটের দফা কমাবে কমিশন? ২১ সালে করোনার সময় কেন হয়নি, প্রশ্ন তৃণমূলের

_

_

_

_

_
_


