মামলা করে আর আদালতের জোরেই নির্দিষ্ট সীমারেখা মানতে শেখে বঙ্গ বিজেপি (Bengal BJP)। যখন বাংলার প্রশাসন তাদের কর্মসূচি নিয়ে নির্দেশিকা জারি করে, তারা মানতে চায় না। শেষে আদালতে গিয়ে মানহানি ঘটিয়ে সীমারেখার মধ্যে থেকে বাংলায় কর্মসূচি আয়োজন করে তারা। এবার কোচবিহারে (Coochbihar) সংকল্প যাত্রা করতে গিয়ে ফের একবার প্রশাসনের অনুমতি না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি।

কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় (Paribartan Sankalpa Yatra) অনুমতি দেননি মহকুমা শাসক (SDO)। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি কোচবিহারে (Coochbihar) এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। এই যাত্রায় (BJP Yatra) লাউডস্পিকারেরর ব্যবহারের জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত সভা হবে বলেও জানানো হয়েছিল। অভিযোগ, এসডিও-র থেকে এই কার্যক্রমের অনুমতি পাওয়া যায়নি।

আরও পড়ুন : এফআইআর বিতর্ক! হাইকোর্টে মুখোমুখি শুভেন্দু–প্রসূন
এবার তা নিয়ে মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের এজলাসে এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়। আগামী ৮ জানুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কোচবিহারের পরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে পৌঁছনোর কথা ছিল। তবে কোচবিহারের কার্যক্রমে অনুমতি না পাওয়ায় আপাতত এই পরিকল্পনার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–


